ছোট প্রাণে ছোট আশা
ওহে ছোট কথা তোমাকে চাই,
মজা করছি? আরে না!
সত্যি‘ই তোমাকে চাই।
তবে হারিয়ে যাই তেপান্তরে
পাখির মত ডানা ছড়াই,
ঠিক সেই মুহুর্তেই প্রিয়া ওগো
তোমাকে চাই, তোমাকে চাই।
প্রাতঃকালে চায়ের আড্ডায়
পত্রিকাতে প্রতি পাতায়,
কাহার যেন অভাব বোধ হয়
তখনি আমি তোমাকে চাই।
চৈত্রের খর তাপে হাঁপিয়ে উঠি
প্রাণটা তখন যায় যায় বুঝি,
তখনি আমি চিৎকার করি প্রিয়া
তোমাকে চাই, তোমাকে চাই।
নিঝুম রাতে দূর আকাশে
চন্দ্র একা ভেসে থাকে,
এমনি সময়ে আমি
তোমাকে চাই, তোমাকে চাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।