||__এই ভুবনে কেউ কারো আপন না । সবাই নিজের সত্বা টিকিয়ে রাখতে আপন সার্থের পিছনে হন্য হয়ে ঘুরে । পর ভেবে চললে কষ্ট পাবার ভয় ও থাকে না__|| ঘটনা ১ - ক্লাস ৮টায় । যেতে যেতে ৮:৪৫ বেজে গেলো মানে প্রথম ক্লাস মিস । দ্বিতীয় ক্লাসটা হলোনা কারন স্যারের আজ নাকি একটা ইন্টারভিউ ছিলো ।
পরের ক্লাস ম্যাথ-৩ ।
পুরোই ৮০মিনিটের বোরিং ক্লাস । কখনো এই ক্লাসটা করিনা । ক্লাস শেষ হবার মিনিট দুই-এক আগে ক্লাসে ঢুকে শুধু প্রেজেন্টটা দেই ।
আজ ক্লাস না করে ৬জন মিলে গেলাম লাইব্রেরীতে ।
হঠাৎ কথা প্রসঙ্গে উঠলো সাহাবাগের কথা ।
একজন বলে সব নাকি সরকারের চাল । আরেকজন বলে সাহাবগে নাকি বঙ্গবন্ধুর ব্যানার টাঙ্গানো আছে তো আরেকজন বলে সাহাবাগে যাবার জন্য জনপ্রতি ১০০০টাকা করে দেওয়া হয় !
এখানেই শেষ হলে ভালোই ছিলো । কিন্তু তা না ।
স্টামফোর্ড কলেজের ছাত্রদের নাকি ৩০হাজার টাকা দেওয়া হয়েছে শুধু রাস্তা আটকিয়ে রাখবার জন্য ।
আর সাহাবাগে মেয়েদের নিয়ে গেলে নাকি আয়োযোগদের যাদের পছন্দ হয় তাদের নাকি রাতের বেলা রেখে দেয় !!!
আমি পুরা টাসকিত :O
কই , আমিতো টানা পাচঁদিন ছিলাম সাহাবাগে । এরকম কিছূই তো আমার চোখে পরলো না ।
আরে তুই বুঝস না রাজনৈতিক কাজ কারবার ।
তা ভাই তোরা কবে গেছিলি সাহাবাগে ?
আসলে যাওয়া হয়নাই O.o ।
Are you fucking kidding me?
ঘটনা ২- ফাসি চাই, ফাসি চাই কথাটা মিইয়ে গেছে ।
এখন নতুন রব উঠেছে তুই নাস্তিক, তুই নাস্তিক -_- ।
আমি আস্তিক-নাস্তিকের দিয়ে যাচ্ছি না যাষ্ট কয়েকটা ফ্যাক্ট দেখাই ।
যারা ব্লগার রাজিব কে চিনে তারা জানে সে নাস্তিক ।
হুম, বুঝলাম ।
সোনারবাংলা ব্লগের নাম শুনেছেন তো ? হ্যা , শিবিরদের আড্ডাখানা সেই সোনারবাংলা ব্লগ ।
সোনারবাংলা ব্লগে কি হয়েছে ?
তেমন কিছু না, ১১তারিখে একটা পোষ্ট এসেছিলো রাজিব কে নিয়ে যেখানে তাকে টার্গেট করা হয়েছিলো ।
এরপরেই তো তার খুন হয় তাই না ?
হুম, তাতে কি । আপনি কিভাবে সিউর হলেন এটা শিবিরের কাজ ??
ও, তাইতো !! আমার তো মনেই নাই যে আপনারা মাথা কাজে লাগাতে পারেন না ।
ওই নাস্তিকটা মরছে তো খুশি হবার কথা । এই নেন ভাই দেখেন ওর ব্লগে কি লেখছে ।
হুম, দেখলাম তবে যে ভায়া এটা এটা রাজিবের ব্লগ মনে হচ্ছে না :/ ।
আমি প্রমানও দিতে পারি ।
:@, সব কিছুর আগে আল্লাহ । সালা তুই একটা নাস্তিক , বেজন্মা ।
-_- , না ভাই আমি নাস্তিক না ।
মুসলমান তবে ধর্মান্ধ না ।
একটা কথা ভেবে দেখেছেন কি,
আগে সাহাবাগের পক্ষে-বিপক্ষে দুটা দল ছিলো ।
১-তরুন সমাজ এবং জাগ্রত জনতা ।
২- জামায়াত-শিবির ।
আর এখন ???
১-তরুন সমাজ এবং জাগ্রত জনতা ।
২-তুই নাস্তিক, তুই নাস্তিক ।
৩-নাস্তিকরা কি দেশ প্রেমিক হতে পারেনা ???
৪- জামায়াত-শিবির ।
এতে লাভ কাদের ?
নিশ্চই আমাদের না ?
লাভ যা হবার তা ওই ধর্মকে পুজি করে যারা রাজনীতি করে তাদের ।
হুম, সবই পরলাম , বুঝলাম । সালা তুই একটা আস্তা নাস্তিক ।
হো, আমি নাস্তিক , খুশীতো ? যা , বাসায় গিয়া মুড়ি কিন্না খা । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।