এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..
তোকে দেব নবান্নের প্রথম শীষ
অথবা শরতের সাদা কাশফুল;
ফাল্গুনের লালগুচ্ছটি
তোর খোঁপায় গাঁথবো ভেবেছিলাম,
কিংবা গোধুলীর শেষ আলো।
ভোরের টকটকে সূর্যটা তোর কপালে
চমৎকার মানাতো জানি;
নতুবা নক্ষত্রের জলজলে শিখা।
তোকে রাঙাবো মোমের লাল লিপস্টিকে
যার পরতে আমাদের পরিচয় গাঁথা।
তোকে দেব,এমন ভিন্নতার জন্ম হয়েছে কী?
তাকেই খুঁজে ফিরি সারাটি বেলা।
(বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন।
নতুন হলের নতুন আয়নায় দাঁড়িয়ে কনা লিপ কাঠি ঘোষছিল। আমি ব্র্যান্ডের নাম জানতে চাইলাম।
তারপর কেটে গ্যাছে দশটি বছর। বিএস সি শেষ করে ও এখন আমেরিকায়। ভাল জব করে।
ওর জন্মের পরদিনি আমার জন্ম।
কবিতাটি ওর কোন এক জন্মদিনে লেখা)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।