আমাদের কথা খুঁজে নিন

   

মি.ব্রাউন কে এবার মাফ করেন, প্লিজ

অসীম ব্যাসার্ধের একটি বৃত্ত, যা এখনও সরলরেখায় পর্যবসিত হয় নি

সিন্ডারেলা ম্যান, এ বিউটিফুল মাইন্ড সহ বহু নন্দিত ছবির নির্মাতা রন হাওয়ার্ড ইদানিং জনপ্রিয় থ্রিলার নভেলিস্ট ড্যান ব্রাউন এর উপন্যাস অবলম্বনে ছবি বানাচ্ছেন। দ্য দা ভিন্চি কোডের পর সেই ধারাবাহিকতায় এবার মুক্তি পেল এন্জেল এন্ড ডেমনস। ব্রাউনের ডাইনামিক উপন্যাসগুলিকে ২ ঘণ্টার ফ্রেমে উপস্থাপন যে কতটা অসম্বব,তা হাওয়ার্ড সাহেব আবারো প্রমাণ করলেন। উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ চরিত্র ম্যাক্স কোহলার ছবিতে ছিল অনুপস্থিত।ব্রাউন পোপ বানালেন কার্ডিনাল মর্টাটি কে,আর ছবিতে দেখানো হল কার্ডিনাল বাজ্জিয়া কে(!!!)। উপন্যাসের ভিট্টোরিয়া ভেট্টা যতটা প্রাণবন্ত,ছবিতে ঠিক যেন ততটাই নির্জীব। এরকম আরও ছোটখাট অসঙ্গতি রয়েছে যা চোখে লেগেছে। মি.হাওয়ার্ড এর প্রতি ১ টাই অনুরোধ-পারলে ব্রাউনের উপন্যাস গুলিকে মাফ করেন। সেই সাথে আমাদেরকেও,যারা ব্রাউনের থ্রিলারের অসম্ভব ভক্ত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।