মা
মধুসূদন ভেীমিক
পৃথিবীতে মায়ের মতো মানুষ
একটিও তো খুজে পেলাম না
মা তোমার ব্যথার ধুলি
মাথায় করে রাখতে যেন পারি
তোমার মন যে এতো সরলতা
মনে হয় মা, তুমি মাধবী লতা
তোমার কৃপাতে এসেছি পৃথিবীতে
তোমার কৃপাতে পারি যেনো যেতে-
চিরোদিনের জন্য, তার আলোতে ।
আমি চলে গেলে ডাকবে তোমায় কে
বারে বারে আদর করে, মা-মা-বলে।
মা, মা। মা-তুমি শ্রেষ্ঠ
তোমায় দিয়েছি, আমার সমস্থ সুখ
তুমি দাও আমায়,তোমার সমস্থ দুখ ।
মধুসূদন ভেীমিক
২৭শে মে ১৯৯৮
সাংগুড়া
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।