কত দিন পরে দেখা হল ....
৩১ আগস্ট আমি ব্লগের সদস্যপদ পাইয়াছি। সেইদিন বাকবাকুম খুশিতে নাচতে নাচতে একখান পোস্টও মারছিলাম,,,,,,কিছুক্ষন পর ঢু মাইরা দেখী আমার লেখঅ সংকলিত পাতায় নাই । ভাবলাম মনে হয় আইতে দেরী করে তাই কিছুক্ষন ওয়েট কইরা আবার আইলাম কিন্তু কই কার লেখা !! খবর নাই । পরে দেখলাম আমার নাকি নিজস্ব একখঅন পাতা আছে সেইখানে আমার লেখাটারে আছাড় মাইরা বসাইয়া রাখছে । বলছে আপনি একজন নতুন ব্লগার তাই আপনার লেখা সরাসরি সংকলিত পাতায় প্রকাশিত হইবেনা । তবে সাতদিন আমার উপর কড়া নজরদারীর পর ৭ পার হইলে নাকি আমারে ওই পাতায় লেখতে দেবে । সেই সময় মেন একটু ব্যথা পাইয়া আর কিছূ লেখা হয়নাই । তয় মাঝে মাঝৈ দিনের হিসাব করছি । তয় এখনো হিসাব মিলাইতারিনাই ৭ দিন হইছে কিনা ।
আপনারা কি কেউ হিসাব কইষা আমারে কইতারেন ৩১ আগস্ট থেইকা আজ লইয়া ৭ দিন হইছে কিনা???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।