আমাদের কথা খুঁজে নিন

   

৩১ আগস্ট থেকে আজ পর্যন্ত আর কতদিন হইলে আমার এক সপ্তাহ পূর্ন হইবে ,,কেউ একটু হিসাব কইরা কইতারেন,,

কত দিন পরে দেখা হল ....

৩১ আগস্ট আমি ব্লগের সদস্যপদ পাইয়াছি। সেইদিন বাকবাকুম খুশিতে নাচতে নাচতে একখান পোস্টও মারছিলাম,,,,,,কিছুক্ষন পর ঢু মাইরা দেখী আমার লেখঅ সংকলিত পাতায় নাই । ভাবলাম মনে হয় আইতে দেরী করে তাই কিছুক্ষন ওয়েট কইরা আবার আইলাম কিন্তু কই কার লেখা !! খবর নাই । পরে দেখলাম আমার নাকি নিজস্ব একখঅন পাতা আছে সেইখানে আমার লেখাটারে আছাড় মাইরা বসাইয়া রাখছে । বলছে আপনি একজন নতুন ব্লগার তাই আপনার লেখা সরাসরি সংকলিত পাতায় প্রকাশিত হইবেনা । তবে সাতদিন আমার উপর কড়া নজরদারীর পর ৭ পার হইলে নাকি আমারে ওই পাতায় লেখতে দেবে । সেই সময় মেন একটু ব্যথা পাইয়া আর কিছূ লেখা হয়নাই । তয় মাঝে মাঝৈ দিনের হিসাব করছি । তয় এখনো হিসাব মিলাইতারিনাই ৭ দিন হইছে কিনা । আপনারা কি কেউ হিসাব কইষা আমারে কইতারেন ৩১ আগস্ট থেইকা আজ লইয়া ৭ দিন হইছে কিনা???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।