লাখো শহীদ এর রক্তে এসেছিল স্বাধীনতা, মুষ্টিমেয় কিছু রাজাকার চেয়েছিল পরাধীনতা, হায়েনাদের কাছে হারেনি বাঙালি, বিজয় দেখিয়ে তাদের দিয়েছিল চুনকালি। হৃদয়ের মাঝে আজ ও অতৃপ্ত হাহাকার, স্বাধীনতার চল্লিশ বছর পরেও কিভাবে বেঁচে আছে রাজাকার!! গণ জাগরণে জনতা দিচ্ছে ডাক, ৭১ এর রাজাকার নিপাত যাক। তরুণরা আবার গাইছে বিজয় এর গান, মুছে যাবে স্বাধীনতার অপমান। সকল জনতা দিচ্ছে শ্লোগান, রাজাকারের ফাসি চাই এই তো আহবান। ধর্ম নিয়ে যারা করছে বাড়াবাড়ি, তারাই আজ লিপ্ত, নিয়ে খুনখাড়াবি। স্বাধীন বাংলায় নেই তাদের ঠাই, "জয় বাংলা" শ্লোগান আবার দিয়ে যাই। বিজয় এর সূর্য উঠবে জানে বাঙালি, তাই তো করছে আন্দোলন, ফাঁসির রায় নিয়ে ফিরব ঘরে রাজাকারদের জন্য অপেক্ষা করছে "ধিক্কার মরণ"।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।