অকারনেই হাতে কিছু অবসর এসে গেলো, বাইরে ঘুরাগুরি ভাল লাগেনা.... জ্যামের কারনে।
বাসার সামনের গলিতেই ভিসিডি'র দোকান, সুতরাং এই ক্য়দিন ছবি দেখেই সময়টা পার করার ইচ্ছে।
সায়েন্স ফিকশান, একশান, এডভেন্চার....... নতুন বা পুরাতন ছবির লিষ্ট দেবার অনুরুধ করছি।
টম ক্রজ, এন্তনি, কিয়ানু রিভস এদের প্রায় সব দেখা, এদের বাইরে হলে ভালো হয়। তবে অস্কার জয়ী না হলে ভালো, কারন এগুলো আমাকে আবার খুব একটা টানেনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।