আমাদের কথা খুঁজে নিন

   

বনসাই

আমার নাম হিতুনা.। বডটজস না!! আমার বানান অনেক ভূল হয়। বুঝে নিয়ে পড়বেন। ধইন্যা পাতা।

বেশ কিছু দিন আগে লিখেছিলাম কেউকি জানেন বনসাই বানানো কোথায় শেখানো হয়..উত্তর পাইনি।

আমার মতন যারা একই চিন্তা করছেন তাদের বলি... এই ২৩ তারিখ থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ। বাংলাদেশ বনসাই সোসাইটিতে.. ৩০তারিখ থেকে শুরু হবে কোর্স..১০ দিন চলবে.। মানে প্রতি শুক্রবার ১০টা থেকে। স্থান-:১৪১/৪ আবেরঢালী রোড কলাবাগান। টাকা লাগবে ২৫০০।

ফোন করেও জানতে পারেন বৃত্তন্ত-০১৭১১৪২০১২২।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।