dustosele@yahoo.com
প্রিয় দুষ্ট ব্লগার বন্ধুরা, কেমন আছো? আমি জানি তোমরা আজ আরেক নতুন দিবস উদ্ যাপনের জন্য ব্যাকুল হয়ে আছো। তোমাদের সেই ব্যাকুলতাকে ভাঙতে এলো নতুন আরেকটি দিবস। যার নাম বিশ্ব কাতুকুতু দিবস। আজ ২১ অক্টোবর'২০০৯ ইং থেকে শুরু হয়ে গেল বিশ্ব কাতুকুতু দিবস। প্রতি বছর ২১' অক্টোবর পালন করা হবে এ দিবস।
তোমাদের প্রথম পালন করতে যাচ্ছো এ দিবসটি। তো.... আর কথা বাড়িয়ে লাভ নেই। শুরু করে দাও..... দিবসের করণীয় বিষয়গুলো।
করণীয়বিষয়সমূহঃ
১. যাকে খুশি কাতুকুত দাও।
২. যার যেখানে কাতুকুতু বেশি তাকে কাতুকুতু দাও।
৩. তোমাদের বন্ধু-বান্ধবীদের কে এ দিবস উপলক্ষে কাতুকুতু স্পেশাল কেক বানিয়ে খাওয়াও।
৪. প্রয়োজনে রাস্তা নেমে শ্লোগান দাও--- 'কাতুকুতু দেওয়ার অধিকার চাই, দিতে হবে, দিতে হবে'
বিঃদ্রঃ কাতুকুতু দিতে গিয়ে মার খেলে আমার কোন দোষ নাই। নিজ দায়িত্বে কাতুকুত দিতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।