ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
ব্লগে লিখছি ১ বছর ৯ মাস.. স্ট্যাটিস্টিকস তাই বলছে। এর মধ্যে অনেকদিনই অনিয়মিত। এটি আমার ২০০ তম পোস্ট.. কি লিখব ভেবে পাচ্ছিনা.. তবুও কিছু কথা না বললেই নয়.. এইতো মাস তিন আগেও আমি ছিলাম বলা গেলে পুরোপুরিই অনিয়মিত.. পুরো সপ্তাহে একদিন কি দুদিন ব্লগে আসা হত.. তাও আবার সময় ধরে.. বসে বসে টাইপ করতে একরকম অসহ্যই লাগত.. কিন্তু এই কদিনেই ব্লগে মোটামুটি নিয়মিত হওয়ার একটা চেষ্টা ভিতর থেকে আবিষ্কার করেছি.. যতক্ষণ ব্লগে থাকি, ততক্ষণ ভেতরে এক অন্যরকম চঞ্চলতা অনুভূত হতে থাকে.. খুব ভাল লাগে তখন.. মন চায় চব্বিশটা ঘন্টা ব্লগে বসে থাকি..
আমি তেমন ভাল লেখক নই.. ভেতরের অনুভূতির সত্য প্রকাশের ক্ষমতা আমার খুবই ক্ষীণ। তবুও চেষ্টা করি সকলকে একটু আনন্দ দেবার.. আনন্দ নেবার.. জানিনা কতটুকুন পারি.. হয়তো পারিনা.. তবুও ভাল লাগে..
শিরোণামহীন নিচের লেখাটি সকল ব্লগার ভাই-বোনদের উৎস্বর্গ করলাম :
আকাশ ছোঁয়া ভালবাসায়
প্রেমের মৃদু আলতো ছোঁয়ায়
দূর নীলিমার অসীম রেখায়
সুখের নায়ে ভাসব যেথায়
এক স্বর্গ পাব সেথায়
ফুল ফোঁটাবো জলের ফোঁটায়
দূরের দুঃখ রেখে দূরে
ভুবন ফেলে স্বপনপুরে
প্রাণের সানাই প্রাণটা জুড়ে
বাঁজায় কেগো মায়ার সুরে
মনের পাখি মনেই ঘুরে
খায়না কেউ আর কুরে কুরে..
...............................................
সকলকে ধন্যবাদ..
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।