www.eee-lab.com
এর আগে আমি কখনোই পিটিসি নিয়ে পোষ্ট করিনি কারন এর বেশীরভাগই এবং বলতে গেলে সবই স্ক্যাম সাইট আর দু একটি পেমেন্ট করলেও তা এত কম যা আনতে তার চেয়ে বেশী খরচ। তাই আমি কখনোই এর উপর কোন পোষ্ট করিনি কিন্তু যখন একটু আগেভাগেই শুনলাম দেশেই আসছে একটি পিটিসি সাইট তখন ভাবলাম এটা সবার সাথে শেয়ার করি।
গত পরশু দিন সন্ধ্যায় বাংলাদেশের অত্যান্ত জনপ্রিয় একটি ওয়েবসাইটের অফিসে বসে সাইটটির মালিকেরসাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম আর তার কাছ থেকে বিভিন্ন টিপস নিচ্ছিলাম। তো তার অফিস থেকে তিনটি সাইট পরিচালিত হয় তাই সারাদিন কর্মীরা ব্যাস্ত সময় কাটালেও সন্ধ্যায় এত ব্যাস্ততা থাকে না। এরকম ব্যাস্ততা থাকায় ভাইয়া কে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার? তিনি তখন জানালেন দেশের প্রথম পিটিসি সাইট তৈরী করছেন তারা যা কয়েকসপ্তাহের মধ্যেই প্রেস কনফারেন্স এর মাধ্যমে অবমুক্ত হবে।
এরপর আস্তে আস্তে তার কাছ থেকে পুরো বিস্তারিত জানলাম এবং বুঝলাম যে সাইটের কাজ পুরো শেষ হয়ে এসেছে প্রায় এখন শুধু বাকী উদ্বোধন আর আরেকটা সমস্যা অবশ্য রয়ে গেছে তা হলো সাইটের একটি ভাল নাম খুজছেন তারা। এটা নিয়েই একটু মাথা ঘামাচ্ছেন তবে প্রাথমিক ভাবে had2bux এমন একটি ডোমেইনই ঠিক করা হয়েছে। এই শেষ সময়ের কাজটুকু সেরেই তারা অনলাইনে আসবেন। যা হোক বিস্তারিত একটু শেয়ার করি আপনাদের সাথে যে কিভাবে এই সাইট থেকে আয় করা যাবে এবং কোথা থেকে এই সাইট সে অর্থের যোগান দেবে।
কিভাবে আয় করা যাবে এই সাইট থেকে?
এটা অন্যান্য পিটিসি সাইটের মতই পরিচালিত হবে এখানে যে কেউ রেজিষ্ট্রশন করলে তার একাউন্টে প্রতিদিন কিছু (১০-২০) বিজ্ঞাপন পাবে তাকে সেই বিজ্ঞাপনগুলোতে ক্লিক করে দেখতে হবে।
আর এসব ক্লিকের জন্য তাকে নির্দিষ্ট পরিমান অর্থ (০.৫-০.১৫ $) দেয়া হবে। এসব জমা হওয়া অর্থ একটি নির্দিষ্ট পরিমানে পৌছলে পরিশোধ করা হবে। কেউ একটি নির্দিষ্ট সময় পার হলে একাউন্ট আপগ্রেড করতে পারবেন যার ফলে তিনি আরো বেশী পরিমানে বিজ্ঞাপন পাবেন তার একাউন্টে। আর থাকছে রেফারেল এর মাধ্যমেও আয় বাড়ানোর সুযোগ তবে প্রথম পর্যায়ে নির্দিষ্ট পরিমান কিছু ইউজার পাবে রেজিষ্ট্রশনের সুযোগ। আর এসব কাজ সম্পাদনের জন্যই থাকবে একটি নির্দিষ্ট নীতিমালা।
কোথা থেকে আসবে অর্থ?
এই সাইটটি মূলত বাংলাদেশের বিভিন্ন ছোট বড় কর্পোরেট (যেমন ফোন, ব্যাংক, টিভি চ্যানেল, ইলেক্ট্রনিকস) প্রতিষ্ঠানের কাছ থেকে বিজ্ঞাপন নেবে এবং তাদের সাথে চুক্তি থাকবে যে তাদের সাইটে তারা ওই এডে ক্লিকের মাধ্যমে ভিজিটর দেবে আর সেই কোম্পানীগুলো প্রতি ভিজিটর এর জন্য নির্দিষ্ট পরিমানে অর্থ পরিশোধ করবে। ইতোমধ্যে বেশকিছু কোম্পানীর সাথে এরকম বিজ্ঞাপনীয় চুক্তিও হয়েছে। চুক্তির ধরন অনেকটা এরকম যে গ্রামীনফোনের নতুন কোন অফার এসেছে তাই এই সাইট গ্রামীন ফোনকে ১০০০০০ ভিজিটর দেবে যার বিনিময়ে গ্রামীনফোন ৫০০০০০ টাকা দেবে এই সাইটকে আর সাইট তা ইউজারদের দেবে। এভাবেই অর্থ সংগৃহীত হয়ে বন্টিত হবে।
আর এসকল কার্যক্রমই পরিচালিত হবে অত্যান্ত স্বচ্ছ প্রক্রিয়ায়।
পোষ্টটির সুত্রঃ http://www.earnbd24.co.cc
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।