মৌনতার দীর্ঘশ্বাস...
আজ বিকেলে আমার ফেসবুক অ্যাকাউন্টে লগিন করে দেখি সবকিছু অপরিচিত লাগছে! কাহিনী কি??
খাইসে, দেখি আমার ফ্রেইন্ড লিস্টের সকল কনট্যাক্ট হাওয়া !! কি ব্যপার??
তখনো বুঝে উঠিনি যে আমার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে!!!
ফটোতে গিয়ে দেখি আমার ২৬ টা অ্যালবামের একটাও নাই!!!
আমার এতগুলা ছবি!!! আমার ৩ বছরের আপলোড, একটাও নাই!!!
কতগুলা ছবির আবার ব্যাকআপও রাখা হয়নি!!!
আরও শকড খাইলাম ইনফো তে গিয়ে!!! আমর ইনফো চেঞ্জড, টোটালী চেঞ্জড!!! Gendre এ male এর জায়গায় female দেওয়া !!!
ইনবক্সের সব মেসেজ ডিলিট করা !!!
সব কিছু শেষ!!!
মাথার চুল ছেড়ার যোগার...
কি হইলো, ক্যামনে হইলো...???
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক এর শিকার হইলাম আমিও!!
কিন্তু আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলায়নি। মনে হয় সময় পায়নি।
সাবধান সকল ফেসবুকার রা...
যে কোন সময় আমার মত আপনিও দেখতে পারেন আপনার অ্যাকাউন্টের কনট্যাক্ট, ছবি, ডকুমেন্ট, মেসেজ হাওয়া হয়ে গেছে।।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।