আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
কে তোর, ঐ ঘরের দুয়ারে দাড়ানো তোর সাথী
নাকি বিপদে তোরে আগলে ধরে যে ছাতী। কেউ না
তোর ভালবাসার লেখা গল্পগুলো কষ্টভোলা বাহানা।
তোর কেউ নেই, এ জগত স্বার্থের, যতটা না আবেগের
তার চেয়ে অনেক বেশি অর্থের। তুই কারে কাছে টানিস, তোর
নোটের ব্যাগে, হাসি ছলকে ওঠে উপহারের আবেগে। তুই কারে
চাইস, এরা তোর কবরের মাটির উপর সম্পত্তির মানচিত্র আঁকায়।
এরাই তোরে ফেলে আসে বাস উজান নদীর চরে, না ভেলায় ভাসায়।
কে তোর?ঐ রাত ঐ ভোর, এই চুপচাপ, এই শোর
সব তোর প্রশংসায়, তোর শক্তিতে, ঝুকে রয় তোর ভক্তিতে। তুই পড়
পড়তে থাক, দেখ, তখনই বুঝবি কে তোর, কে তোর আপন
তোর তোর সবজন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।