আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াত-শিবিরকে আর ছাড় নয়: প্রধানমন্ত্রী

ভাল আসি জামায়াত-শিবিরকে আর ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “জামায়াত-শিবির কোনো গণতান্ত্রিক দল নয়, তারা সন্ত্রাসী দল। এদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। ” নিহত ব্লগার আহমেদ রাজীব হায়দারের মিরপুরের বাসায় শনিবার বিকেলে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধে প্রধানমন্ত্রী দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

ব্লগার রাজীবের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির মুখোমুখি করা হবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে প্রধানমন্ত্রী রাজীবের মিরপুরের পলাশনগরের ওই বাড়িতে যান। প্রধানমন্ত্রী রাজীবের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর শোক ও সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় দুই সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা ও আসলামুল হক। পলাশ নগরের ওই বাসার সামনেই শুক্রবার রাতে খুন হন শাহবাগ আন্দোলনের কর্মী রাজীব।

তার সহকর্মীরা এ হত্যাকাণ্ডের জন্য জামায়াত-শিবিরকে দায়ী করছে। তবে পুলিশ এর কোনো ক্লু পায়নি। অজ্ঞাতদের আসামি করে এ ঘটনায় মামলা হয়েছে। এর আগে শনিবার সকালে রাজীবের বাসায় যান স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তিনি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন।

স্থপতি রাজীব ও তার ভাই পলাশনগরের ওই বাসায় থাকতেন। তার বাবা ও মা থাকেন গাজীপুরের কাপাসিয়ায়। তবে হত্যাকাণ্ডের পর তারা পলাশ নগরের ওই বাসায় এসেছেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।