যা কিছু সত্য তা বিশ্বাস করি। বুক আগলে রাখি। রাজীব খুন হবার পরে তার নাম করে যে পেইজ টা শেয়ার করছে আমি কনফার্ম জামাত-শিবির অনেক আগে থেকে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো জন্য তৈরি করে রেখেছিল। এইটা থেকে বুঝা যায় তারা এইটা অনেক আগে থেকে প্লান করে আগাইছে। কথা হলো আস্তক নাস্তিক যে যাই বলুক, বাচার অধিকার সকলের আছে।
সে একজন মানুষ। এক জন যোদ্ধা ছিল। সে শহীদ হইছে। সে বাঙলীর নবজাগরনের যোদ্ধা।
৭১ এ কে মুসলিম কে হিন্দু ছিল কে নাস্তিক ছিল কে আস্তিক ছিল সেটা দেখার টাইম দেয় নাই মুক্তি যোদ্ধারা।
আওয়াজ ছিল একটাই "জয় বাঙলা"। শালা হায়নার দল এখন নাস্তিক বলে ? ইসলাম বলে ? ৭১'এ যখন আমার মা বোনদের তাদের পাকিস্তানি বাপদের ক্যাম্পে দিয়ে আসছিল । তখন কোথায় ছিল তাদের ইসলাম ? কোরআনের কোন আয়াতে লেখা আছি মেয়েদের ধরে ধর্ষন করতে ?
ওরে হায়নার দল। বাঙালীকে দাবায় রাখতে পারিস নাই। কোন দিনও পারবিনা।
দা লাষ্ট ম্যান স্টান্ডিং পর্যন্ত যুদ্ধ চলবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।