বাঙলা কবিতা
ও বাতাস, শীতের বাতাস, বয়ে যাও___
উত্তরের বার্তা কিছু জানো ?
সে-দেশে যে ঝরাপাতা, গাঢ় বেদনার
আমারও যে আনন্দ লুকানো
সেই সব নিষ্প্রাণের প্রাণে !
এবার ফেরার পথে আমার বাহন হইও, আর
আমাকে তো যেতে হবে সেই সব পাতাদের টানে___
যেন তা, না-জেনে ফেলে, উত্তরের কঠিন পাহার !
শিবের শীতলগৃহ থেকে কোন দক্ষিণার টানে ছোটো
অবুঝ শৈশব কাঁপে জারে;
বলো তো হে, ফিরে পাবো তারে?
বানের টানের মতো ভেসে ভেসে যে গ্যাছে বিহারে___
তীরের ফলার মতো বিষাদের মতো
কাঁথা-সেলাইয়ের তীক্ষ্ণ সুইয়ের ডগার মতো
মা-শিশুর ওমের গহীনে যেয়ে ফোটো
ডাকাতের মতো শীত___ এতো নিষ্ঠুরতা !
এতো এতো দেশ ঘুরে, আকাশ-পাতাল ফুঁড়ে ,শীত,
ও শীতের হাওয়া___ তুমি বুঝি গ্লোবালাইজেশান !
সে শরীর স্পন্দহীন? সাইবেরিয়া ? নাইস, আইস !
কী কামে রহস্য করো, বাজাও এ হেঁয়ালির শিস ?
বলো, সে কি বিহারে বা ঝাড়খণ্ডে রিয়েলাইজেশান ?
জন্মের বেদনা আর বিদায়ের আনন্দ-সংগীত !
যে যায়___ সে চলে যায়___ হায় !
বলো তবে, “এ জীবনে পুনরায়___ পাবো-না কী তাহারে আবার !”
একদিন তোমারও যাবার
আয়োজন পূর্ণ হচ্ছে ; অস্থির মানুষেরই হাতে।
( শেষের ৯ লাইন মিসিং.... দ্রুত সংযোজিত হবে...)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।