আমাদের কথা খুঁজে নিন

   

"সস্দেহ-বাতিক" -এ নোবেল প্রাইজ.....!!

Every emotion have a feelings. But every feelings have no emotion.

"সস্দেহ-বাতিক" -এ নোবেল প্রাইজ.....!! আমাদের ব্লগার ভাই "চাতক পক্কী" কে সস্দেহ-বাতিক কোটায় নোবেল প্রাইজ দিলেই হয়তোবা একমাত্র তার প্রতিভার মূল্যায়ন করা সম্ভব। এমন দূরন্ত প্রতিভার মূল্যায়ন আর কোনভাবেই হতে পারে না। somewhereinblog এর একজন ব্লগার "তারমিন সুলতানা (কণা)" -র "বন্ধু চাই....." শিরোনামে লেখা একটি পোষ্টের মন্তব্যে দূরন্ত প্রতিভা "চাতক পক্কী" আমার (কে.এম. মাহ্‌বুব শরীফ রাতুল) নাম নিয়ে ব্যাঙ্গাত্বক ইঙ্গিত করেছেন। উনি বলেছেন,উনার সস্দেহ হয় তারমিন সুলতানা (কণা) ই নাকি আমি। আমি কে.এম. মাহ্‌বুব শরীফ রাতুল তার অতিপ্রাকৃত, উদ্দেশ্যপ্রনীত ও নিস্বন্দেহে উস্কানিমূলক এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে ব্লগার "তারমিন সুলতানা (কণা)" র কাছ থেকে এই বিষয়ে মন্তব্য আশা করছি। আর সেই সাথে ব্লগার ভাই "চাতক পক্কী" কে বলতে চাই , শুধুমাত্র নিজে সন্দেহের বসবর্তী হয়ে কারো সমন্ধে এমন মন্তব্য করা থেকে বিরত থাকুন। সন্দেহ মনে বাসা বাঁধলে শান্তি বিঘ্নিত হতে পারে, সন্দেহ থেকেই সৃষ্টি হতে পারে জটিল কোন মানসিক রোগ। কাজেই যতটা সম্ভব সন্দেহ এড়িয়ে চলুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।