আহসান জামান
যে হাতে ওঠে তোর ক্ষুধার নলা
দোহাই তার;
সখী, সুখী হবি তুই
হবি রাজরাণী, আঁচলে থাকবে তোর
সিন্ধুকের চাবি
দেবো তোর সানবাঁধানো পুকুর-ঘাট,
আর দু'টো রাজহাঁস।
সখী, সুখী হবি তুই
দেবো তোর বিলেতের গোলটাকা
চারি-চাকার গাড়ী,
পিরামিড ডুবে যাবে শাড়ীর ভাঁজে
হিরের টিকলী দেবো আর রূপোর নূপুর
অমানিশির কাজল দেবো,
আর করবীর টিপ।
সখী, সুখী হবি তুই
তোর নামে লিখে দেবো দু'কানি জমিন;
ভিটে-মাটি, হালের বলদ
আর কলের গান।
সখী, সুখী হবি তুই
তোকে দেবো রঙীন ঘুড়ি, লাটাই
মাছ বাওয়া একখানা ছিপ
আর স্বপ্নের কাতুকুতু হাসি।
বিনিময়ে দিবি তুই
এতোটুকু আগুন;
পুড়ে যাবো, মরে যাবো,
এভাবে যেমন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।