আমাদের কথা খুঁজে নিন

   

তবু কেন মনকে বলা.....



এখনও তো ঘুমের ঘোরে রিনিঝিনি শব্দ শুনি ঘুমের ঘোরেই স্বপ্ন হাটে নতুন নতুন স্বপ্ন কিনি স্বপ্নগুলো ডুবছে জানি, উঠবে না আর সাতরে কূলে তবু কেন মনকে বলা, তোমায় আমি গেছি ভুলে। পার্কের সেই বেঞ্চিটাতে তপ্ত দুপুর, উদাস মনে অনুভবে ছুই যে তোমায় মাদকতার নতুন ঘ্রাণে সেই ঘ্রাণটা নাই তা জানি, ছেড়ে গেছে ঘ্রাণের গাড়ি তবু কেন মনকে বলা, তোমায় ছাড়া চলতে পারি। রাত্রী নিঝুম ছাদের কোনে মৃদু-মন্দ বইছে বাতাস খোলা খোপায় উড়ছে যে চুল দিচ্ছে আমায় রঙ্গিন হতাশ জানি আমি চুল সে তো নয়, আবেশটা যে লাগছে মুখে তবু কেন মনকে বলা, তোমায় ছাড়াই আছি সুখে। সুখ পিয়াসী মনের মাঝে সুখ সুখ সুখ, সুখকে খুজি সুখ বলে যা অবশিষ্ট তোমার তরে তাতো বুঝি জানি আমি সুখ সেতো নয়, সুখ যে আমি পাবো নাকো তবু কেন মনকে বলা, ভালো থাকো সুখে থাকো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।