আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
লোক হাসে, আমিও হাসি
হাসতে হাসতে লোকে হাসির কথা বলে,
ভাল মন্দের খোঁজ দেয়া নেয়া চলে, এভাবে বদলায় তারিখ
ফিরে আসে হাসির পুনঃ রোজ রোজ ।
কথায় হাস্যে দাওয়াত আসে যায় চলে ভুড়ি-ভোজ।
রুপসীর রুপ, সৌন্দর্য কার কত ঐশ্বর্যর হয় প্রশ্ন
কেউ দেখে না, কার মনে কত ব্যথা, কতগুলো স্বপ্ন ভগ্ন।
লোক আসে, লোক যায় গোরস্তানে লাইন পড়ে যায়
মাটি আসে মাটি যায়, মাটির সাথে মাটির টান ছিড়ে যায়।
রং বদলে মাটিরা মাটিরা উপর লাফায়, ঝাপায়, দাপায়
শেষে আর প্রথমে আরও মাটি হয়ে যায়।
লোক হাসে লোক কাঁদে, লোকেরা লোকেদের লুটে
হাসিকান্নার মেলায়, জীবন চলার ভেলায়, মানুষ ওঠে-নামে
কখনও ডানে কখনও বামে, শহরে বা গ্রামে, মানুষ বাসে
মানুষ পৃথিবী ছেড়ে যায়, আবর আসে, কেউ সুস্থ্য নাচে, কেউ হয় রুগ্ন
রুপসীর রুপের, শরীরের, মেধার উপর হয়, প্রশংসী প্রশ্ন,
কেউ খবর রাখে না, কেউ ঝেঁেক দেখে না, কতগুলো স্বপ্ন ভগ্ন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।