সুখীমানুষ
এ.টি.এম.মোস্তফা কামাল ভাই সুন্দর রুবাই লেখেন। উনাকে দেখে আমারও খুব সাধ হয় কিছু একটা লিখতে, কিন্তু এত ছোট কথায় এত বেশী কিছু বলার মত জ্ঞান আমি আজও অর্জণ করতে পারলাম না। তবু যে টাইপের প্রচেষ্টা টা চালিয়ে যাচ্ছি তার নমুনা অনেকটা এই রাকম
অধরে সুধা ঢেলে খাওয়ালে হবে কী?
দ্রাক্ষা রসে অম্রিত নেশা রবে কি?
সুরা যদি হয় সাকীর হাতে
অন্য ছাই পাশ নেশা তবে কি!
১৬-১০-০৯, ঢাকা।
কিছুই হয়নি, কিচ্ছু না....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।