আমাদের কথা খুঁজে নিন

   

USA 2010 H1 B Visa



আপনারা হয়ত অনেকেই খেয়াল করে থাকবেন, কয়েকদিন ধরে বিডিজবস সাইটের ডান দিকে "USA 2010 H1 B Visa" সংক্রান্ত একটি আ্যাড। অ্যাডটিতে ক্লীক করলে পাওয়ার ওয়েস্ট সলুশনস নামে একটি কোম্পানীর ওয়েবসাইট ওপেন হয়। সেখানে লেখা আছে- এই কোম্পানী বাংলাদেশের জন্য USA 2010 H1 B Visa তে অ্যাপ্লাই করার সুযোগ করে দিচ্ছে। এরপর আপনাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে ধাপে ধাপে তার বর্ণনা দেয়া। আমি কি মনে কইরা অ্যাপ্লাই করলাম ।

২দিন পর মেইলে জানতে পারলাম ১৫ তারিখ দুপুর ২টায় এই কোম্পানীর বারিধারার অফিসে আমার অ্যাপনমেন্ট। আজ দুপুরে গেলাম দেখা করতে। অনেক কিছু শুনলাম, যা ওয়েব পেইজেই দেয়া ছিল। নতুন যা জানলাম তা হলো- ১। রেজিস্ট্রেশনের জন্য ৫০০০ টাকা দিতে হবে।

২। এই টাকা দিয়ে ওরা আপনার সিভি আমেরিকার ৪টা কোম্পানীর কাছে ফেডেক্স এর মাধ্যমে পাঠাবে। ৩। আমেরিকার কোন কোম্পানী আমনাকে পছন্দ করলে সেই কোম্পানীর মানেজার এই দেশে এসে আপনার ভাইবা নিবে। ৪।

আপনি যদি ভাইবা ভালো লরেন, তাহলে তারা আপনাকে জব অফার করবে। ৫। তখন আপনাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। ৬। ভিসা কনফার্ম হওয়ার পর পাওয়ার ওয়েস্ট সলুশনস কোম্পানীকে ৩ লাখ টাকা দিতে হবে।

৭। আপনার বেতন দিবে এই কোম্পানী, যেই আমেরিকান কোম্পানীতে আপনি চাকরী করবেন তারা দিবে না। এখন আমার কথা হলো- এদের কথা বিশ্বাস করা যায় কতটুকু? আপনারা কি কেউ এই বিষয়ে কিছু জানেন? জানলে শেয়ার করুন প্লীজ। ওরা নাকি ইন্ডিয়া থেকে আগে লোক পাঠিয়েছে। লিংকটি দিলাম, দেখে না থাকলে দেখতে পারেন- লিংক|http://www.pointwestsolutions.com/h1b.html|USA 2010 H1 B Visa]


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।