রেচিডেং নিয়োগের চিডি পাইলেই জানামু
'
'
'
'
'
'
'
'
'
'
'
বেচারাদের নতুন বিয়া হৈছে, এক্টা ছুডু রুম্লৈয়া থাকে। হটাৎ কৈরা শশুর শাশুড়ি আয়া উপস্থিত। দিন্তো কাটলো। রাইতে কি হৈবো? অনেক চিন্তাইরা হেরা ঠিক্কর্লো নিজের নিচে শুইবো শশুর শাশুড়িরে খাটে শুইতে দিবো। মগর শশুর শাশুড়ি মান্বো না।
হেরা কয় আম্রা বুড়া মানুষ আম্রাই নিচে শুই। অনেক কথা চালাচালির্পর ঠিকৈলো খাটের পড়ে সবতে আড়াআড়ি কৈরা শুইবো।
শশুর-শাশুড়ি-মেয়ে-জামাই।
মাঝ রাইতে জামাইয়ে কয় যে আসো লেটস প্লে
মেয়ে কয় ধুরু, আব্বাম্মা আছে না
জামাইয়ে কয় কিছু হৈবো না
মেয়ে মান্বো না।
জামাইয়ে কয় লও শাটল টেরেনের মত কৈরা কর্মু
শ্যাষ্ম্যাষ মেয়ে মাইনা নিসে
ও কি আর শাটল টেরেনের মত সৈম্ভব???
শ্যাষের্দিকে জখন স্পিড বাইরা গেসে সেই সুম শশুর বেচারা গেসে খাটের্থে পৈড়া।
উইঠা শশুরে জামাইয়ের পিঠে হাতদিয়া কয়
বাবারা, তুম্রা টেরেন চালাইবা ভালা কতা; মগর যাত্রী ফালায়া দাও ক্যা?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।