এই ব্লগ একান্ত আমার ব্যাক্তিগত চিন্তা চেতনা ও মত প্রকাশের ক্ষেত্র। মতের অমিল থাকা অস্বাভাবিক নয়। আবার আমার লেখা বা মতেও ভুল-ত্রুটি থাকতে পারে। তাই যেকোন বিষয়ে সুস্থ আলোচনা-সমালোচনা কাম্য।
সারারাত জাগলাম কিছু পোষ্ট করার আশায়।
দুইটা পোষ্ট লিখলাম। কিন্তু ফলাফল শূন্য। কারণ যখনি পোষ্ট করতে গেলাম তখনি দেখি নেটের লাইন কাইটা গেছে। কি আর করা। গল্পের প্লট তো মাথা থেকে উড়ানি দিছে।
তাই আর্জেন্টিনার জয়ের খবরটাই শেয়ার করি।
খেলার শেষ ২০ মিনিট দেখলাম। আমি আর আমার পুরা ফ্যামিলি আর্জেন্টিনার সাপোর্টার। আর তারপরও আমার ফ্যামিলি ফুটবল প্রেমিক। আব্বা আম্মা এখনও ফুটবল ভালবাসে খুব।
আমার সেকেন্ড সাপোর্টেড টিম ইটালি। যদিও এইটা খালি আমিই সাপোর্ট করি, বাসার অন্য কেউ না। তবে আর্জেন্টিনা থাকলে ইটালি বাদ। আগে জার্মানিরেও সাপোর্ট করতাম। বিশ্বকাপে জার্মানির কাছে আর্জেটিনার পরাজয়ের পর ঐটা এখন চোখের কাটা।
কি জোচ্চুরিটাই না করছে।
যাই হোক। আর্জেন্টিনার খেলা আজ অতটা ভাল লাগে নাই। কেমন জানি খাপ ছাড়া ছাড়া খেলা লাগল। আর যে হারে খেলোয়াড়গুলা মাইর খাইছে... আফসুস
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।