আমাদের কথা খুঁজে নিন

   

গাঢ়, ব্যক্তিগত / রহমান হেনরী

বাঙলা কবিতা

রূপসীর নির্ধারিত বয়স থাকে না; শুধু তার ত্বকের লাবণ্য ফুঁড়ে ছুটে আসে হীরকদ্যুতির বিচ্ছুরণ__ আমাদের ব্যক্তিগত চোখে; আর থাকে অসম্ভব নির্লিপ্ত ভঙ্গিমা তার চোখের জাদুতে___ তাকে এক সহজাত অহমিকা ভেবে, যন্ত্রণায়___ নিরিবিলি বিষণ্ণতা এসে___ নষ্ট হলো অনেক কবিতামগ্ন স্বপ্নপ্রহর; নষ্ট হলো কবিতার দিন। জীবিতের সাথে বহু গল্প হলো মৃতদের নিয়ে___ গামর ধানের ক্ষেতে কত কত ব্যাঙডাকা ভোর___ প্রাথমিক বিদ্যালয় পার হলে নিয়মিত আখবন, তারপাশে সারি সারি অই তো কবর! কবরে কবরে জাগে ঘাস___ কবরে কবরে জাগে জীবনের স্মৃতি ... এইসব মিহিকথা, কোনদিনও রূপসীর কানে কানে বলাই হলো না___ শুধু তার ত্বকের লাবণ্য থেকে ঠিকরে বাহিরে এলো বিদ্যুতের লোভবিচ্ছুরণ; আর আমাদের শহরে স্থাপিত এই গ্রামময় চোখগুলি___ হারালো সাবেক মসৃণতা___ রূপসীর বাস্তবিকই বয়স থাকে না; ফলে, বয়স ও গঠনশৈলীভেদ নির্লিপ্ত মার্বেল চোখে হেঁটে গেল সারিবদ্ধ, কবরের পাশ দিয়ে মুখরসন্ধ্যায়; জীবনের গল্প তাতে দীর্ঘ হলো, সমগ্রতা পেলো___ শুধু এক ব্যক্তিগত কবরের পাশে আজও শ্বেতকাঞ্চনের গাছ ফুটে থাকা নৈঃশব্দ্যে___ গাঢ় হলো অন্তর্গত অশ্রুর আওয়াজ___

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।