আমাদের কথা খুঁজে নিন

   

জলে ভেঁজা স্বপ্নকন্যা..

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
স্বপ্ন জলের স্বপ্ন কন্যা স্বপনে আবার এসো, স্বপ্ন চরে পেয়ে মোরে একটু শুধু হেসো। ঘুমের ঘোরে আলতো করে ছুঁয়ে আমায় যেও, আমার নিঠুর অশ্রুহাসির ফুল বাগিচা পেও। নীল পাহাড়ের ওপার হতে এসো স্বপ্ন চরে, তোমার চোখে দুচোখ রেখে দেখব নয়ন ভরে। গভীর রাতে আঁধার ভেলায় ভাসিয়ে দেব মন, জোৎস্নাভেঁজা জল তরীতে খেলব দুইজন। জোনাকিরা আলো জ্বেলে হেসে লুটোপুটি, মিটিমিটি আলো মাঝে শুধু ছুটাছুটি। সারারাত কেটে যাবে আনন্দ গণনায়, তারপর চলে যাবে আমি শুধু হায় হায়। ঘুমের মাঝে নির্ঘুম চমৎকার সময়, স্বপ্নগুলো দারুণ যেন সব স্বপ্নময়। চলে যাওয়া নীল কন্যা স্বপ্নে আবার ডাকে, মনমাঝিটা প্রতি রাতে তারই অপেক্ষায় থাকে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।