আরো ১০টি নতুন টিভি চ্যানেল আসছে। এগুলো হচ্ছে সালমান এফ রহমানের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, সাংবাদিক মোজাম্মেল বাবুর ৭১ টেলিভিশন, মেয়র মহিউদ্দিন চৌধুরীর বিজয় টিভি, স্কয়ার গ্রুপের অন্জন চৌধুরীর মাছরাঙা, এটিএন নিউজ, এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ভ্রাতৃবধু সৈয়দা মাহবুবা আক্তারের চ্যানেল ৯, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলামের ভাগ্নে আহমেদ জোবায়েরের সময় টিভি, সরকার দলীয় এমপি গাজী গোলাম দস্তগীরের পুত্র বাপ্পীর জিটিভি, নাসির উদ্দিনের মাইটিভি, সরকার দলীয় এমপি কামাল আহমেদ মজুমদারের মোহনা টিভি।
বর্তমানে চালু আছে এটিএন বাংলা, চ্যানেল আই, ইটিভি ( ১৯৯৬ সালের আওয়ামী লীগ সরকারের সময় অনুমোদিত), এনটিভি, আরটিভি, বৈশাখী, বাংলা ভিশন, চ্যানেল ওয়ান, দিগন্ত টিভি,ইসলামিক টিভি, (বিএনপি জামাত জোট আমলে অনুমতিপ্রাপ্ত) এবং তত্বাবধায়ক আমলে চালু দেশ টিভি অর্থাৎ ১১টি চ্যানেল। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডও আছে বাজারে।
সব মিলে আমাদের টিভি চ্যানেল দাঁড়াচ্ছে ২৩টি।
তত্বাবধায়ক আমলে বন্ধ হয়ে গেছে এসটিভি, চ্যানেল এস, সিএসবি, ফাল্গুন টিভি। ওরা থাকলে সংখ্যা হতো ২৭।
সর্বশেষ খবর হলো আরো অনেক আবেদন গড়াগড়ি খাচ্ছে তথ্য মন্ত্রণালয়ের ফাইলে। তাদের জন্য বাংলাদেশে প্রচলিত মহৌষধ ''তদবীর'' চলছে। আরো কেউ যদি কামিয়াব হন তাহলে চ্যানেল আরো বাড়বে।
আমাদের খুব মজা হবে। রিমোটের জন্য অবশ্য খবরটা খারাপ। আমাদের চ্যানেল বদলের বাড়তি স্বাধীনতার বলি হবে বহু রিমোট। ভয় নেই বাজারে রিমোট পাওয়া যায়। এই সুযোগে দেশে যদি রিমোট তৈরির একটা কারখানা হয়ে যায়।
তাহলে আরো মজা হবে। মজাই মজা !
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।