oracle.samu@googlemail.com
'রোড টু ইউ কে' শীরোনামে লেখা সিরিজ ব্লগের সম্ভবত শেষ পর্ব হতে যাচ্ছে আজকের এই পোস্টটি। আর যদি ভিসা পেয়েই যাই তবে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখার ইচ্ছে আছে। মূলত নতুন এপ্লিকেন্টদের তথ্য সহায়তা দেওয়াই এই সিরিজ লেখনির উদ্দেশ্য।
গত রবি বার গুলশান-১ এর সাইমন সেন্টারস্থ ভিএফএস গ্লোবালে ইউ-কে ভিসা এপ্লিকেশন জমা দিলাম। চাকরি ছেড়ে দেওয়ায় নেট সুবিধার অপ্রতুলতার কারনেই ২ দিন দেরিতে পোস্ট দিচ্ছি।
স্টুডেন্ট ভিসা এপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র গুল প্রথমে যোগার করুন। প্রয়োজনীয় সব কাগজপত্র ঠিক আছে কীনা তা যাচাই করতে ব্রিটিস কাউন্সিলের স্টুডেন্ট কনসালটেন্টের সাহায্য নিতে পরান, এর জন্য কোন চার্য দিতে হয় না।
স্টুডেন্ট ভিসা (৬ মাস বা তার বেশী) এপ্লিকেশনের জন্য বর্তমানে টায়ার-৪ ফর্ম পুরোন করতে হয়। http://www.vfs-uk-bd.com এই ওয়েব এড্রেসে আপনি প্রয়োজনীয় সকল তথ্য ও ফর্ম পাবেন। টায়ার-৪ এর ২ টি ফর্ম, পিডিএফ ফরলেটের ফর্মগুল ডাউনলোড করে প্রিন্টকরুন।
রঙ্গিন হতে হবে এমন কোন বধ্যবাধকতা নেই। ১ সেট ফটকপি করে প্রেকটিস করুন কোন কনফিউশন থাকলে ব্রিটিস কাউন্সিলের স্টুডেন্ট কনসালটেন্টের সাহায্য নিন।
সাদা বেকগ্রাউন্ডে তোলা ১৪৫ মিমি * ১৩৫ মিমি পাসপোর্ট সাইজ ছবি তৈরী করুন। সকল ডকুমেন্টের ( নিম্নের ২-৬ পর্যন্ত) ১টি করে ফটকপি করুন।
নূন্যতম প্রয়োগনীয় কাগজপত্র:
১।
পাসপোর্ট
২। টিবি টেষ্ট রিপোর্ট
৩। ভিসা লেটার, ইনভাইটেশন লেটার
৪। ভিসা লেটেরে উল্লেখিত সকল ডকুলেন্ট (সার্টিফিকেট, মার্কশিট, আই ইল টি এস স্কোর)
৫। স্কলারশিপ লেটার/ ফান্ডিং ডকুলেন্ট (ব্যাংক স্টেটমেন্ট)
৬।
অন্যান্য সাপোর্টিং ডকুমেন্ট (যা আপনি বিবেচনার জন্য দিতে চান)
১ কপি ছবি, ১৬৮১৫ টাকা, পূরনকৃত ফর্ম, মূল ডকুমেন্ট ও তাদের ১টি করে ফটকপি নিয়ে যান গুলশান-১ এ। সকাল ৮ টার আগে লাইনে দাড়ান। উল্লেখ্য ফটকপিয়ার মেশিন, ছবি তোলার স্টুডিও, টাকা জমা দেবার বুথ (ব্যাক ব্যাংক) সবই এপ্লিকেশন সেন্টারে রয়েছে। তবে সময় বাচানোর জন্য ছবি, ফটকপি ও গুলশান-১ এর ব্যাক ব্যাংকে জমা দেওয়া টাকার রশিদ নিয়ে যাওয়াই ভাল। ফর্ম জমা দেওয়া ও বায়মেট্রিক ডাটা দেওয়া সহ সম্পূর্ণ প্রসেস শেষ হতে ১ ঘন্টার মত সময় লাগে।
** কাগজপত্র পিনাপ না করে জেমস-ক্লিপ ব্যবহার করুন।
** কাগজপত্র ফাইলে বহন করুন, ভেতরে বেগ নায়া যায় না।
** বিভিন্ন সময়ে দেওয়া টোকেনগুল সংরক্ষন করুন।
আপনার এপ্লিকেশন ট্রেক করার জন্য
Click This Link এড্রেসে চোখ রাখুন।
ভিসা পাব কীনা জানিনা...আমার জন্য সবাই দোয়া করবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।