সুন্দর সমর
ঢাকার ট্রাফ্রিক জ্যামে আটকা পড়ে একটি বোধিজ্ঞান লাভ করেছিলাম এক বৃদ্ধ রিক্সাঅলার কাছ থেকে। তাও অনেক দিন আগের কথা। চৈত্র মাসের দুপুরে বাংলামোটরের মোড়ে জ্যামে আটক পড়ে যখন ঘামছি আর ভাবছি কখন উদ্ধার পাবো হাবিয়া সমান এ দুর্ভোগ থেকে সে সময় হুঁশ ফেরে রিক্সাঅলার ডাকে।
-ছার এইটা 'জাম' না এক্কেবারে আস্ত 'কাঠাল। ' আইজ আর বাসায় যাওন লাগবো না!
-জ্বি কি কইলেন বুঝলাম না?
-আপনারা গাড়ি রিক্সার ভিড় লাগলে তারে 'জাম' কন কা? আসলে তো অইবো 'কাঠাল।
'
-না ভাই তাও বুঝলাম না। একটু যদি বুঝাইয়া দ্যান!
- না 'ছার' আপনার শিক্ষিত মানুষ আমার কথা বুজেন নাই কইতাছেন। মশকরা তো করতাছেন না।
-না মশকরা করার কি আছে?
-তাইলে শোনেন ছার, এতো ভিড়কে আসলে 'জাম' কওয়া উচিত না। কওয়া উচিত কাঁঠাল।
কারণ জামে তে একটা মাত্র বিচি। কাঁঠালে কতো বিচি!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।