কমস খোদার, এদেশে রাজাকারের জয় হোক! এটাই আন্তরিক কামনা। এখন ২০০৯ সাল। তাদের হাতে '৭১ এর মতো কোন মুক্তিযোদ্ধা আর মারা যাবে না। তারা কোন দরিদ্র মুক্তিযোদ্ধাকে রাতে ঘুম হতে ডেকে নিয়ে 'নিউ বপ্লবী কমিউনিষ্ট পার্টি' আখ্যা দিয়ে হত্যা করবে না। আবার হত্যা শেষে পরের দিনই "রাষ্ট্রীয়"?[/sb] মর্যাদায় দাহ করবে না।
'সন্ত্রাসী' ( মুক্তযুদ্ধা নিরাপদ বৈরাগী, বয়স ৫৮,খুলনা) নিরাপদ বৈরাগী দর্জির কাজ করে জীবন যাপন করতেন। তিনি কোন বেজন্মা মিডিয়ায় গাল ভরা 'মুক্তিযুদ্ধ' প্রেম দেখাতে পারেন নি কোন শুয়র দেশ প্রেমিকের মত।
নিরাপদ বৈরাগী আপনাকে হত্যা করা হয়েছে ভালোই হয়েছে। এ দেশের জন্যই তো আপনি স্বাধীনতার যুদ্ধ করেছেন?
যুদ্ধের পর দর্জির কাজ করে জীবন যাপন করেছেন। আপনার ৭ জনমের ভাগ্য যে এই রাষ্ট্রই আপনাকে হত্যা করেও রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছে।
এদেশ আপনাকে স্বচ্ছল যাপনের সুযোগ না দিলেও বহু রাজাকারদের মুক্তিযুদ্ধা বানিয়েছে। 'রাজাকার'দের পুঁজি করে নির্বাচনী তোরণ পার হওয়া যায়।
দালাল, অত্যাচারী শাষক-শোষক, টাউট, ব্যুউপনিবেশিক বেশ্যা, ফাঁড়িয়া, চোরাকারবারীদের জন্য সদা প্রস্তুত 'সোনার বাংলা'।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।