আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ : ঈদ বেড়ানো সুন্দরবনে, পর্ব ২: কটকা

আ মা র আ মি

প্রথমদিন রাতে বোট নোঙর করেছিলো ভান্ডারিয়া, পিরোজপুরের লঞ্চঘাট। পরেরদিন ভোরে আবার রওনা হলো। অবশেষে তারপরদিন বিকেলে পৌঁছালাম কটকা। বিকেলে ফরেস্ট অফিসের আশপাশে খানিকটা ঘোরাঘুরি করে ফিরে এলাম বোটে। পরদিন খুব সকালে জঙ্গলের মধ্যদিয়ে হেটে পৌঁছালাম কটকা বীচে।

সমুদ্র তো টানে সবাইকেই, আমিও নেমে গেলাম সমুদ্র সে টানে। দুপুরের দিকে ফিরলাম বোটে। লাঞ্চ করতে করতে বোট তখন রওনা দিয়ে দিয়েছে কচিখালির পথে। সিডরে বন্ধু হারানো একলা গাছ। কটকা দূরে হরিন, বোট থেকে তোলা ছবি।

কটকা। জঙ্গলে হরিণ। আমাদের পুরা টিম। জঙ্গলে ঢোকার আগে শিল্প কাশফুল (কটকা বীচ যাওয়ার পথে) কটকা বীচ যাওয়ার পথে আমাদের টিম গাইডের মতে এটা বাঘ মামার পায়ের ছাপ দূরন্ত শৈশব আমি ও সাগর রং বীচ থেকে ফিরে যাওয়ার পথে কাশফুল কাশবন জঙ্গলে মিঠা পানির পুকুর আবার কাশফুল অভিযাত্রী এই ঝোপের আড়ালেই বাঘ মামা থাকে ---------------------------------------------------------------------------------- পর্ব ১: Click This Link পর্ব ৩/ শেষ: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।