আমাদের কথা খুঁজে নিন

   

IELTS-এর টুকিটাকি…



IELTS এর রেজিস্ট্রেশন এর আগে আপনি কিছু বিষয়ে আপনার অবস্থা যাচাই করে নিন।  প্রথমেই, IELTS দেবার আগে জেনে নিন পরীক্ষার ফরম্যাট, মার্কস, কত পেলে কত ব্যান্ড হবে। সাধারনত প্রত্যেটি পরীক্ষায় (লিখিত,পঠিত,কথোপকথন,শোনা) ৪০-এ ৩৪ এর উপর পেলে ৭ ব্যন্ড আসবে। এটাও জেনে নিন আপনার আসলে কত band score দরকার।  বাংলাদেশে IELTS রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে যেতে হবে, ব্রিটিশ কাওন্সিল > Click This Link অথবা আই,ডি,পি > http://www.bangladesh.idp.com  ভাল প্রস্তুতির জন্য Cambridge IELTS প্রথমে শেষ করবেন; তারপর বাজার থেকে listening এর জন্য প্রায় সবগুলো বই শেষ করবেন।

বৈচিত্রময় listening পার্ট সম্পর্কে ধারনা না থাকলে আসল পরীক্ষায় খারাপের সম্ভাবনা অনেক বেশি। মজার ব্যপার হলো ইদানিং GT-তে অস্ট্রেলিয়ার geography/wild life নিয়ে প্যারাগ্রাফ বেশি আসছে।  পরীক্ষায় শুধু পেন্সিল দিয়ে লিখতে হবে, উত্তর upper case letter-এ লিখবেন, কাটা-ছেড়া যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। সাধারনত CoSonic-এর বড় headphone গুলো ব্যবহার করা হয় পরীক্ষায়; চেষ্টা করবেন practice-এর সময় তা ব্যবহার করতে। ৩ ঘন্টার বেশি সময় লেগে যায় listening, reading, writing শেষ করতে।

 http://www.ielts-blog.com এই সাইটে পাবেন recent IELTS Exam-এর প্রশ্নাবলী। Speaking এর জন্য দেখবেন কিউ কার্ডের টপিকস্; ভাল সাহায্য পাবেন এখান থেকে। Speaking practice-এর জন্য এক মিনিট সময়ের মধ্যে টপিকসে্র পয়েন্ট গুলো একটা স্লিপে লিখুন, তারপর ৫ মিনিট অনবরত বলে যান, মনে রাখবেন পরীক্ষায় examiner আপনার বানানের শুদ্ধতা যত না দেখবে, তার চেয়ে বেশি দেখবে আপনার অনবরত কথা বলার ক্ষমতা।  পরীক্ষার ফলাফল দেখুন এখানে > Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।