রাকিবুল হক ইবন
ওলো শয়তান, আপনার উপরও শান্তি বর্ষিত হোক
ওলো শয়তান,
আপনার উপরও বর্ষিত হচ্ছে এ্ই শান্তি
শান্তি বর্ষিত হোক আমার মতন সকল
সেকেন্ডহ্যান্ড ঐ শিশুদেরও উপর,
শান্তিবর্ষিত হোক এইসব অসহায়
নিশি-ডাকে-পাওয়া মানুষ-গুলির উপর।
শান্তি বর্ষিত হোক উলি আর ধুলি,
দুই বোনের উপর, আর চাই শান্তি
যে নারী পত্যাখান করেছিল আমার
চুম্বন তারও উপর। শান্তি যথা
ওম, ঈশ্বর, আল্লা যেন তারা বাঁচতে
পারে নিজেদের ভয়কল্প হাতেই গড়া সেই
নরক হতে, আর উপর আমার ঝরুক পড়ে,
শান্তি মেঘ ডাকছে, গাভীর ডাকের মতো করে
সমুদ্রের গর্জনের মতো করে খালি-শুধু,
শান্তি বর্ষিত হোক, আমার
নিগ্রোগলিত সেলাই-করা, এই
দেহের উপর, বাংলাদেশের মতোই
যার মু্খ! যেন জেলখানায় অসুস্থ
শুয়ে আছে। শান্তি, সৈকতে শাস্তিদানের
স্বর, আর আমার বিছানায় ফেলে
যাওয়া তার ওই লকেটের উপর। চিরল..
আর শান্তি শুধু মাথা-খারাপ-করা
এই মেয়ের সঙ্গে উঁড়ে চলার মধ্যে
আর নিরপেক্ষতা নেই যেখানে,
রাত-না-জাগা আর তোমার জন্য
কিছু লেখা লিখতে না পারার-
আনন্দের... দুঃখতে, শান্তি, মাত্রএই
ব্লাক বোর্ড থেকে বেরিয়ে উঁড়ে-ছুটে
যাওয়া বনের একটি পাখির উপর
আর অজ্ঞাত যে একজন ব্যাক্তি,
যাকে নিয়ে খুব চিন্তিত
আমি,
তার উপরও ঝিমরিম করে
বর্ষিত হচ্ছে অস্ংখ্য আবারে বারে
ছুরির মতন লাম্বা লাম্বা।
বৃষ্টির মতন ছুটি ছুটি গন্ধে।
শান্তি, তবু সদ্য মাটিতে গেঁথে
রেখে আসা বাবাকে, অস্ফুট কবরে,
ও! বন্ধু মূয়ীযের উপর, যেন
হ্যামিলন শহরের কোনো
বেহালাবাদকের
উপর...
শান্তি ঝরছে বিনমিত বিরল..
কী সুন্দর! কালোর উপর রং-করা
একটি মৃত্যুর মুখের উপর...
রাত ৪:২৩, হোটেল সুন্দরবন
ঢাকা, বাংলা।
১০/১০/০৯
*****************************************************
এইটা আমার জীবনে লেখা তিনটি গ্রন্থসহ ও এ-যাবৎ পর্যন্ত অপ্রকাশিত, প্রকাশিত সকল লেখাসমূহ মধ্য হতে গঠনের বা নির্মানের দিক থেকে সবচেয় দূর্বলতম লেখা বলেই মনে করছি আমি। দেখা যাক্ এখন পাঠকরা কী অনুভূতি প্রকাশ করেন !! দূর্বল বলে মনে করলেও, কেন যেন মনে হচ্ছে আপাতত, এতে কী যেন আছে, যা আমাকে এ লেখাটিকে ডাস্টবিনে ফেলা হতে এখনও বিরত রেখেছে, রাখছে... তারপর আবার শিরোনাম বা প্র্রথম লাইনদ্বয়ের মমার্থ আমার নিজের কাছে অস্বাভাবিক বা আলাদা লেগেছে। এখন আপনারাই বলুন, এইটা কী কোনো লেখা বা কবিতা হয়েছে ? বা এই লেখাটার ত্রুটিগুলো কী কী মনে হচ্ছে আপনাদের কাছে? সম্মানিত পাঠক ও লেখক মহোদ্বয়!!!
*****************************************************
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।