আমাদের কথা খুঁজে নিন

   

শেষ মুহূর্তেই আর্জেন্টিনা বিশ্বকাপ খেলার স্বপ্ন জিইয়ে রাখল।

সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,

বদলি খেলোয়াড় মার্টিন পালের্মোর শেষ মুহূর্তের গোল আর্জেন্টিনার বিশ্বকাপ খেলার স্বপ্ন জিইয়ে রাখল। শনিবার (বাংলাদেশ সময় রোববার ভোর) বুয়েন্স আয়ার্সে বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় পেরুকে ২-১ গোলে হারিয়েছে ডিয়েগো ম্যারাডোনার দল। এ জয়ের ফলে ২৫ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে দুই বারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা থেকে চারটি দল সরাসরি আগামী বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার ছাড়পত্র পাবে। আর্জেন্টিনার পরবর্তী খেলা বুধবার উরুগুয়ের সঙ্গে।

২৪ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দুই বারের বিশ্বকাপজয়ী উরুগুয়ে। দক্ষিণ আমেরিকা থেকে ব্রাজিল (৩৩ পয়েন্ট) ও প্যারাগুয়ে (৩৩ পয়েন্ট) ইতোমধ্যে চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে। তাদের পরে রয়েছে চিলি, ৩০ পয়েন্ট নিয়ে। শনিবার অপর ম্যাচে উরুগুয়ে ২-১ গোলে ইকুয়েডরকে, চিলি ৪-২ গোলে কলম্বিয়াকে এবং প্যারাগুয়ে ২-১ গোলে ভেনিজুয়েলাকে হারায়। বুয়েন্স আয়ার্সের খেলায় বিরতির দুই মিনিট আগে গঞ্জালো হিগুয়েনের গোল আর্জেন্টিনাকে এগিয়ে দেয়।

বৃষ্টি বিঘিœত এই খেলায় হিগুয়েনের গোল নিয়ে কোচ ম্যারাডোনা যখন স্বস্তির নিশ্বাস ফেলে ম্যাচ শেষের প্রহর গুনছিলেন, ঠিক তখনই ৯০ মিনিটে সমতা ফিরিয়ে আনেন পেরুর বদলি খেলোয়াড় হারনান রেনজিফো। তবে নাটকীয়তার তখনও বাকি ছিল। ৩৫ বছর বয়সি পালের্মো অতিরিক্ত সময়ে জয়সূচক গোল করে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জয়ী ম্যারাডোনার কোচ হিসেবে বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখলেন। এদিকে শনিবার ইউরোপের বাছাই পর্বের খেলায় আয়ারল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করে দক্ষিণ আফ্রিকায় যাওয়া নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ইতালি। বাছাই পর্বের অপর খেলায় পর্তুগাল ৩-০ গোলে হাঙ্গেরিকে হারিয়ে গ্র"পে তাদের অবস্থান মজবুত করেছে।

তবে তাদের জন্য দুঃসংবাদ হলো- আঘাত নিয়ে দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়তে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ইউক্রেনের কাছে ১-০ গোলে হেরেছে ইংল্যান্ড। এ খেলায় লালকার্ড দেখেছেন ইংলিশ গোলরক্ষক রবার্ট গ্রিন। তবে এর আগেই ইংল্যান্ডের বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়েছে। আফ্রিকা অঞ্চলে শনিবার মালাবির সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে আইভরিকোস্ট।

এখন পর্যন্ত যারা দক্ষিণ আফ্রিকার টিকিট নিশ্চিত করেছে, তারা হলোر ইতালি, সার্বিয়া, ডেনমার্ক, জার্মানি, আইভরিকোস্ট, প্যারাগুয়ে, স্পেন, ইংল্যান্ড, ঘানা, ব্রাজিল, উত্তর কোরিয়া, নেদারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও জাপান। বিশ্বকাপে খেলবে মোট ৩২টি দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০৩০ ঘ.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।