ম্যাআও এক যে ছিল রাজা-
(বাঃ! এই ভাবেই গাও। চেঁচায়ো না। )
এক যে ছিল রাজা-তার ভারি দুখ্।
(রাজার ভারি দুঃখ হে আমিও বুঝেছি। )
দ্যাখো রাজা, কাঁদে রাজা, আহা রাজা, বেচারা রাজা, বেচারা রাজার
ভারি দুখ্!
(বাঃ! বড় ভালো বেঁধেছো তো গানখানা!)
দুঃখ কিসে হয়?
(কিসে হয় বল তো?)
অভাগার অভাবে জেনো শুধু নয়।
যার ভাণ্ডারে রাশি রাশি
সোনা দানা ঠাসা ঠাসি
তারও ভয়।
(তারই বেশী ভয়!)
জেনো সেও সুখী নয়
সুখী নয়।
(ডাকাতের ভয় তো, রেতে ঘুম নাই!)
দুঃখ যাবে কী?
দুঃখ যাবে কী?
বিরস বদনে রাজা ভাবে কী?
বলি যারে তারে
দিয়ে শাস্তি
রাজা কখনো সোয়াস্তি পাবে কী?
দুঃখ যাবে কী?
(এই গান শুনলে পরে রাজা আমাদের ছেড়ে দিত হে!)
দুঃখ কিসে কিসে যায়?
দুঃখ কিসে যায়?
প্রসাদেতে বন্দী রওয়া
বড় দায়।
একবার ত্যাজিয়া সোনার গদি
রাজা মাঠে নেমে যদি
হাওয়া খায়!
তবে রাজা শান্তি পায়।
রাজা শান্তি পায়
শান্তি পায়।
(সংকলিত)
আমার প্রিয় গান গুলোর একটা। এই গান টা শুনলে মনে এক অন্য রকম অনুভুতি এসে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।