ভালো লাগে লিখতে তাই লিখি..............
অনুভূতির আলো.........
আজ তোমার কিছু অনুভূতি ধার দাও।
পৃথিবীর এই জনারণ্যের মাঝে
একলা নির্জনে বাঁচতে চাইনা আমি ।
আমি মানুষের কোলাহলের মাঝে
নিজের স্বরের প্রতিধ্বনি শুনতে চাই
বিপুল জনগোষ্ঠীর মাঝে,
নিজের অতি ক্ষুদ্র অস্তিত্বকে খুঁজে পেতে চাই ।
আমি হারিয়ে যাওয়া ধ্রুব তারা নয়,
রাতের বুকে আলোক দিশা হয়ে বাঁচতে চাই ।
আমি আমার অনুভূতির উচ্চ চূড়ায়
আপন রাঙ্গা স্বপ্ন বুনতে চাই
আমায় সে স্বপ্ন বুনার অনুভূতি দাও ।
হাওয়ায় ভাসমান মেঘের মত
শ্রুভ সাদা তুলোর মত
সদ্য ফোটা ফুলের মত
জীবনের স্বাদ নিতে চাই আমি
উপভোগ করতে চাই জীবনের সব অনুভূতি,
আকাশের ঐ সূর্যটার মত বিলীন হওয়ার পূর্বে
রেখে যেতে চাই আমার রাঙ্গা অস্তিত্বের ছবি ।
আজ তাই অনুভূতির ভীষন প্রয়োজন আমার
হৃদয়ের আঁধার কোঠরগুলোকে আলোকিত করে নিতে
দাও আমায় কিছু অনুভূতি তোমার........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।