আমাদের কথা খুঁজে নিন

   

এ শহর ছেড়ে

ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,

এ শহর ছেড়ে (মমিনুল মউজদীন স্মরণে) -আবু মকসুদ অরণ্য বন্ধুতার নিমন্ত্রন পাঠালে পলকা পাখির ডানায়... ছোট এ শহর মুখভার করে থামিয়ে দেয় পায়রার মুখরিত আলাপ চৌরাস্তার মোড়ের বাউল সাধক কবিগান ভুলে বসে বিষণ্ণ মুখে ছানি পড়া গোটা কয়েক চোখ মহাজনী খাতার হিসাব ভুলে... সুরম্য প্রাসাদের ব্যলকনি ভেংচি কেটে জানায় রুমাল না উড়ানোর খবর এগিয়ে আসা অসংখ্য পায়ের শব্দ , দরজার কড়া- না নেড়েই... আকাশের কোনার ঐ একটুখানি মেঘ অভিমানে ওপাড়ায় বৃষ্টি ঝরায় দেয়ালে টিকটিকির পাশের গ্রান্ডক্লকের কাটায় ঘুরে পরাজিত প্রেমিককথা রেলব্রীজের লোহার সিঁড়িগুলো জেব্রাকাহিনী স্মরণ করিয়ে দেয় অরণ্যের নিমন্ত্রনে বিগত রঙহীন হলে আগামী নিস্পন্দতার খবর পৌছায় এ শহরের উঠানে পুতেছি নাড়ী কি করে ছাড়াই তারে সহজ প্রলোভনে এ শহর ছেড়ে পালাব কোথায় রুমালের হাতছানি আজো বড়ো প্রিয়!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।