আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি - তার ভেতরের কুকুরটাকে দেখবো বলে।
চিঠি ছোট্ট দু'অক্ষরের এই শব্দটিতে যে কত আবেগ লুকায়িত থাকত তা যারা চিঠি দিতেন কিংবা যারা চিঠি পেতেন তারাই কেবল জানেন। হালের এসএমএস কিংবা মেইলের জগতে চিঠি আজ আমাদের জীবন থেকে হারাতে বসেছে। দাপ্তরিক কাজে ছাড়া আজ আর কেউ চিঠি লিখে না বললেই চলে। অনেকের মতে চিঠি দিয়েই গদ্য সাহিত্যের সূচনা।
পত্রোপন্যাসতো সাহিত্যেরই একটি ধারা। সেই কালিদাসের মেঘদূত থেকে শুরু করে আজকের গুণ,হুমায়ুন, মিলন পর্যন্ত সবকালেই সাহিত্যে চিঠির একটা ভূমিকা আছে। এই চিঠি নিয়ে যে কত গান কবিতা রচিত হয়েছে তার সংখ্যা অর্নিণেয়। যাও পাখি বলো তারে সে যেন ভুলে না মোরে, নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাতাম? , চিঠি দিও প্রতিদিন...চিঠি দিও কিংবা চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে বা আজ তোমার চিঠি যদি না পেলাম হায় আমি ভেবে নেব ডাক পিয়নের অসুখ হয়েছে--- কত গানই যে রচিত হয়েছে চিঠি নিয়ে। স্কুল জীবনে পিতার কাছে টাকা চাহিয়া পুত্রের পত্র কিংবা বনভোজনের অভিজ্ঞতা জানিয়ে বন্ধূকে পত্র মুখস্ত করেনি এমন ছাত্র পাওয়া দুস্কর।
কিন্তু ব্যাক্তি জীবনে আজ চিঠির অস্তিত্ব নেই বললেই চলে। আজকের যুগে প্রিয়ার কাপাঁ কাপাঁ হাতের লেখা চিঠির জন্য অপেক্ষা করে না প্রেমিক কিংবা প্রবাসী স্বামীর চিঠি পরম আদরে বুকে চেপে ঘুমায় না প্রোষিতভর্তৃকা। ছেলের চিঠির জন্য অপেক্ষা করে না মা। কবিও আর কবিতা লেখেনা - চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তেভেজা। আগের লেখক, সাহিত্যিক কিংবা বিখ্যাত ব্যাক্তিদের চিঠি এখনো আমার পড়তে পারি বিভিন্ন ম্যাগাজিনে কিংবা পত্রিকায়- তাদেঁর অপ্রকাশিত পত্রাবলীরুপে।
কিন্তু আগামীতে কি হবে? আসুন কল্পনা করে নিই চিঠিবিহীন আগামীতে বিখ্যাত ব্যাক্তিদের মৃত্যুর পর পাঠকরা তাদের সম্পর্কে কিভাবে জানবেন......
১। হুমায়ূন আহমেদের অপ্রকাশিত এসএমএসবলী।
২। ইমদাদুল হক মিলনের মেইলসমগ্র।
৩।
খালেদা - হাসিনার দূলর্ভ চ্যাটের অংশবিশেষ।
৪। মুহম্মদ জাফর ইকবালের ফেইসবুক বাণীসমূহ।
বাংলা দ্বিতীয় পত্রে পরীক্ষার্থীকে হয়তো লিখতে হতে পারে...
১। পিতার কাছে জরুরী প্রয়োজনে ফ্লেক্সিলোড চাহিয়া একখানা এসএমএস লিখ।
২। রাতে ম্যাচেঞ্জারে চ্যাট করার আমন্ত্রন জানিয়ে বন্ধু/বান্ধবীকে একটা মেইল কর।
৩। তোমার ফেইসবুক ফ্রেন্ড হওয়ার জন্য অল্পপরিচিত কাউকে একটি এসএমএস কর।
গতকাল চলে গেল বিশ্ব ডাক দিবস।
এবারে বাংলাদেশ ডাক বিভাগের শ্লোগান...
"চিঠি লিখুন ইহা স্থায়ী"
আসুন মাসে একটা হলেও চিঠি লিখি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।