আমরা সবাই নাৎসি, বাংলা হবে জার্মানী... ;)
ইচ্ছ ছিল অনুষ্ঠান শুরুর আগেই পৌছাব, তাও দেরী হয়ে গেল। পৌছে দেখি জনসমুদ্র। ঠাই নাই, ঠাই নাই অবস্থা। ইচ্ছা ছিল সদ্য কেনা ক্যামেরার সদ্বব্যবহার করব। খুব একটা লাভ হল না।
মঞ্চ থেকে বহু দূরে বসতে হল। ঠেলা ঠেলি করেও সামনে যাওয়া গেল না। অগত্যা ছবি তুলতে হল বহু দূর থেকে। যারা যান নি তাদের জন্য কিছু ছবি দিয়ে দিলাম।
উপস্থাপনা করেন মাহমুদুজ্জামান বাবু
কবিতা আবৃত্তি করছেন মাহীদুল ইসলাম
গান করছেন বাপ্পা মজুমদার
কৃষ্ণকলি
গান করছে মৃত্তিকা
গান শেষে ভক্ত-সাংবাদিকদের মাঝে বাবু
মৃত্তিকার সদস্যরা
এর প্রজন্মের 'চে রা
মাহমুদুজ্জামান বাবু বলেন "বিপ্লবীদের কোন দেশ নেই তা চে কে দেখলেই বোঝা যায়, চে জন্মেছিলেন আর্জেন্টিনায়, বিপ্লব করেছেন কিউবায়, আরও একটি বিপ্লবের জন্য গিয়েছিলেন বলিভিয়ায়।
লাতিন আমেরিকার দেশে দেশে আজ যে সাম্রাজ্যবাদবিরোধী জাগরণ, তারও প্রেরণায় আছেন চে। আমরাও সেই চেতনা শাণিত করতে চাই। তাই এ আয়োজন। এখানে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। "
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।