আমাদের কথা খুঁজে নিন

   

আমার মা (পার্ট -২)

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

মা সেই হাতে ওঠা ভাত সেই ঘুম ভাঙানো প্রভাত মনে পড়ে তোর আদর মনে পড়ে ............. মনে পড়ে সবি সবখানে ধরে ছবি দেশ ছেড়ে আসা ক্ষন জলে ভাসা তোর নয়ন এখানে আছে সুখ, অর্থ শুধু মা তোর মায়া টাকা আছে তোর ভালবাসা নাই এখানে আলো আছে শুধু তোর চাঁদ মুখের হাসি নাই কোন খানে তোর ছায়া নাই। মনে পড়ে দেশের বাদল মুখ ঢাকা তোর আচঁল সেই হাতে মোছা মোর ঘাম তোর মিছে অভিমান মনে পড়ে মা তোকে বুক ভাসে লোনা স্রোতে মনে পড়ে সবি সবখানে ভাসে তোর ছবি দেশ ছেড়ে আসা ক্ষন জলে ভাসা তোর নয়ন এখানে টাকা আছে সুখ আশা আছে শুধু তোর মায়া নাই কোন খানে তোর ছায়া নাই মনে পড়ে দেশের বাদল মুখ ঢাকা তোর আচঁল আচলে মোছা ঘাম তোর মিছে অভিমান, মা মনে পড়ে তোকে বুক ভাসে সাগর স্রোতে মনে পড়ে তোর ছবি মনে পড়ে সবি। মনে পড়ে তোর আদর তোর মায়া সবখানে দেখি তোর ছায়া মনে পড়ে সবি, সবখানে খঁজি তোর ছবি। তোর হাসি তোর কান্না তোর রাগ হাতের রান্না মুখে তুলে খাওয়ানো ভোরে ঘুম ভাঙ্গানা মা,তোর আদর তোর মায়া মনে পড়ে, মা মনে পড়ে সবি সবখানে খুজি তোর ছবি। কাজের ফাকে ঘামে ভেজা দিনে ঘুম না আসা রাতে তোর ঘুম আনা গান, মা তোর মিছে অভিমান, মা নে পড়ে, মা মনে পড়ে সবি সবখানে খুজি তোর ছবি। দেশ হতে এই দুরে কেদে যাই অঝরে ভাবি তুই ও কাদছিস আমার কথা ভাবছিস মনে পড়ে দেশ ছাড়া ক্ষন জলে ভেজা তোর নয়ন, মা মনে নে পড়ে, মা মনে পড়ে সবি সবখানে খুজি তোর ছবি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।