আমার ভুবন কান পেতে রয় ... ... দ্বীপ নিভে যায় সকলই ঘুমায় মোর আঁখি রহে জাগিয়া
ডিজিটাল যুগে মানুষের কাগুজে চিঠি আর পছন্দ নয়। কলম দিয়ে তারা আর চিঠি লিখতে চায় না। চিঠি ঠিকই চলছে তবে তা কিবোর্ড দিয়ে ইমেইল আর মোবাইল ফোনে। আর কাগুজে চিঠির সংখ্যা কমে আসছে বিপুল হারে। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে ব্যাক্তিগত চিঠির সংখ্যা।
ডাক বিভাগের হিসেব মতে প্রতি বছর ডাকের চিঠি কমছে কোটিরও বেশি সংখ্যায়। আর টেলিগ্রাম ব্যবস্থাটিইতো অপ্রয়োজনিয় হয়ে উঠেই গেছে কয়েক বছর আগে। তথ্য-যোগাযোগ প্রযুক্তির এই যুগে ইন্টারনেট আর মোবাইল ফোনের দাপটে খুব শীগগিরই হয়ত সময়ের অতল গহব্বরে হারিয়ে যাবে সাদা বা নীল খামের সেইসব চিঠি।
আজ ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবসে ডাক বিভাগের ভবিষ্যতই অনিশ্চিত মনে হচ্ছে?
যারা একসময় বেশ চিঠি লিখতেন এবং পেতেন তাদের একটু খারাপও লাগতে পারে কাগুজে চিঠির বিলুপ্তিতে। কাগজের চিঠিতে স্পর্শের যে অনুভুতি ছিল সেটা ইমেইল বা মেসেজে কি পাওয়া সম্ভব? যাই হোক শেষ পর্যন্ত সময়ের পরিবর্তনের সাথেই অভ্যস্ত হয়ে যায় সবাই এটাই সময়ের নিয়ম।
আরো পরিসংখ্যান জানতে দেখুন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।