এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..
নিঃশ্বাসে বিষের সুপোক্ত প্রলেপ ;
নিস্তেজ শরীরের মৃত চাহনী ;
কংক্রীটে বেড়ে ওঠা অভুক্ত যৌবন ।
কেবল আষ্টেপৃষ্ঠে বাঁধে সমাজের অযৌক্তিক যুক্তি --
নিয়মের শৃংখলে দগ্ধ উর্বশী আত্মা ।
"মুক্তি চাই "--"মুক্তি চাই"-বিভৎস আর্তনাদ ;
কোথায় সে মুক্তির স্বাদ ?
অক্টোপাস হয়ে জড়িয়ে থাকে কঠিন আলিঙ্গনে ।
পরাজিত -পরাভূত বর্তমান শুধু হাতরে বেড়ায় স্বস্তির বাহুডোর ;
ন'টা -পাঁচটার দপ্তর যদিওবা ছুটির ঘন্টা শোনায় ,
বিসর্জিত অন্য সময় রক্ষিত -কর্তব্যের বেড়াজালে ।
সমর্পিত এক একটি মৃত্তিকা বিবর্তিত হয়
চাবি দেওয়া এক একটি গৌঢ়ী প্রতিমায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।