আমাদের কথা খুঁজে নিন

   

| | ~ অলস মস্তিষ্কের আকথা ~ | |

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
বুদ্ধিমত্বা মানুষের জীবনকে সুন্দরভাবে পরিচালনায় সহায়ক হলেও কখনো কখনো তা জীবনকে করে তোলে অপেক্ষাকৃত জটিল আর দ্বন্দে ভরপুর ... অপেক্ষাকৃত কম বুদ্ধিমত্তা কোন পাপ নয় বরং সরল সহজ জীবনযাপনের অন্যতম উপকরণ বলেই আমার ধারনা... যদিও বেশীরভাগ মানুষ এর বিরোধীতা করতে পারে তবুও আমি বলবো এটাই ঠিক, যত কম বুঝবে তত কম কষ্ট পাবে ততই সহজ ও নির্বিঘ্নে জীবনকে পরিচালিত করা যাবে ... ************************* দৃষ্টিশক্তি মানুষের জীবনের জন্য একান্ত প্রয়োজনীয় .... তবে শুধু চর্মচোখের দৃষ্টি নয় জীবন চলার পথকে সহজ করতে মনের দৃষ্টিশক্তিও অপরিহার্য, কারন মনের প্রখর দৃষ্টি বিনা জীবন চলার পথ বন্ধুর হওয়াটা শুধু সময়ের ব্যাপার মাত্র ... তবে মনের সেই প্রখর দৃষ্টিশক্তি যখন অনেক অপ্রিয় সত্যের মুখোমুখি দাড় করায় যা চর্মচক্ষু দ্বারা অবলোকন করা যায় না, তখনি মানসপটে ভেসে ওঠে একটিই অস্ফুটবানী -- ধরনী তুমি দিখন্ডিত হও... হারিয়ে যাই আমি তোমার ভিতর .... ************************ ঘ্রানের পারদর্শিতা অনেক দুরের বিপদকে সময় থাকতেই সতর্ক করে দিয়ে থাকে বলে তার অপরিহার্যতা প্রশ্নাতীত ... সে দিক থেকে উন্নত নাসিকা বস্তু জগতের অবস্হার নির্দেশিকা এবং অবশ্যাম্ভাবী বিপদমুক্তির কারন হলেও এর অযাচিত ব্যবহার সমূহ ক্ষতির সম্ভাবনা নিশ্চিত করে থাকে ... তাইতো যেখানে সেখানে নাক গলানোর অভ্যাসকে বদঅভ্যাস নামেই সকলের নিকট পরিগনিত হয়ে থাকে ... *********************** মুদ্রার এক পাশ দেখে অন্য পাশকে মুল্যায়ন না করে সবদিক অবলোকন করার পরেই একটি নির্দিষ্ট ধারনায় পৌছানো আবশ্যক, অন্যথায় অনর্থ অবশ্যম্ভাবী না হলেও এর যথেষ্ট সম্ভাবনা থেকেই যায় ....
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।