ভালো লাগে ব্লগ, ভালো লাগে ব্লগের লেখা, ভালো লাগেরে সবি ।
বাঙালী - ক্ষমতা আছে যার সেই সৈরাচার,
বাঙালী - গণতন্ত্র, মুক্তি ভাষণেই সবার।
মেহেদির "বন্দনা" এলবামের "বাঙালী" গানের এই দুটি লাইন আজ বেশ মনে পড়ছে। অবশ্য এর জন্য সকল credit পাবে চট্টগ্রামের সীতাকুণ্ডের আওয়ামী লীগের স্থানীয় সাংসদ এ বি এম আবুল কাশেম মাস্টারের দুই ছেলে এস এম আল মামুন, এস এম আল নোমান। আসলেই ওরা বাপকা বেটা........।
ওদের কান্ড দেখে মনে হয়, বাপ আমার সাংসদ মানে আমার সবকিছুই করার অধিকার আছে। কারণ, তখন এই দেশ আমার বাপের সম্পত্তি হয়ে যায়। যদি তা নাই হবে, তবে ওরা কোন অধিকারে চারটি শিপইয়ার্ড দখল করে প্রায় আট একর জমি কাটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলেছে। অভিযোগ উঠেছে, সীতাকুণ্ড থানার পুলিশের সহায়তায় সাংসদপুত্রের দুই শতাধিক সহযোগী এই দখল কার্যক্রম চালায়। এ সময় কিছু অস্ত্রধারীকেও সেখানে দেখা যায়।
দখল শুরুর সঙ্গে সঙ্গে সেখানে তারা মামুন নোমানের মালিকানাধীন ইউনিক ট্রেডার্সের সাইনবোর্ড লাগিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, খুঁটি পোতার সময় স্থানীয় থানার পুলিশ সকাল ও সন্ধ্যায় দুই দফায় সেখানে টহল দিয়ে যায়। কিন্তু খুঁটি পোতা দেখা ছারা তাদের আর কিছুই করার নেই।
কেননা আইন প্রয়গ করতে গেলেই চাকরি নিয়ে টানাটানি অথবা অন্যকোথায় পোস্টিং। কে চায় নিজের টা খেয়ে পরে ঝামেলায় জরাতে।
এই দখলের খবর সংগ্রহ করতে গতকাল দুপুরে ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার হন সাংবাদিকেরা। হা হা হা - গণতান্ত্রিক দেশে হামলা করার ও হামলার শিকার হওয়ার অধিকারও সবার আছে।
হামলা করার ও শিকার হওয়ার অধিকারের ন্যায় আমাদেরও অধিকার আছে প্রতিবাদ করার।
অন্যথায় লন্কায় যে যাবে সেই রাবণ হবে, অর্থাৎ ক্ষমতায় যে যাবে সেই সৈরাচার হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।