এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺
কয়েকদিন আগে ইউটিউবে তাওসীফের গানের মিউজিক ভিডিও খুজছিলাম।
তখন-ই সন্ধান পেলাম এই গানটির। গানটি খুব ভাল লাগলো। আপনাদের সাথে শেয়ার করছি। । ।
।
♫লিরিক্স:::
আর ভালবাসা, যেন বন্দি নয়;
আজ ভালবাসা, উড়ে যায়।
আজ ভালবাসা, সেই সেদিন;
আজ ভালবাসা, সেই যে ঋণ।
বসে আছি যেন, প্রভাতে সিড়ি বেয়ে, তোমারই ঠিকানায়।
আর ভালবাসা, যেন বন্দি নয়;
আজ ভালবাসা, উড়ে যায়।
বসে আছি যেন, প্রভাতে সিড়ি বেয়ে, তোমারই ঠিকানায়।
তাই তুমি এ মন, তুমি এ জীবন;
তাই তুমি এ মন, তুমি এ জীবন।
মনে পড়ে, সেই যে ভোর;
মনে পড়ে, সেই দিনগুলো;
সোনালী বকের ডানায়, বিকেলের মৃদু রোদ্দুর।
মনে পড়ে, সেই নদীপাড়;
মনে পড়ে, সেই সাঝবেলা;
সোনালী বকের ডানায়, বিকেলের মৃদু রোদ্দুর।
আর ভালবাসা, যেন বন্দি নয়;
আজ ভালবাসা, উড়ে যায়।
আজ ভালবাসা, সেই সেদিন;
আজ ভালবাসা, সেই যে ঋণ।
মনে পড়ে, আচলের ঘ্রাণ।
মনে পড়ে, প্রজাপ্রতিপ্রাণ।
সরু পথের ধারে শিউলী কুড়ানো, মনে পড়ে যায়।
মনে পড়ে, রাত জেগে গান।
মনে পড়ে, ফিরে ফিরে গাওয়া;
সরু পথের ধারে শিউলী কুড়ানো, মনে পড়ে যায়।
আর ভালবাসা, যেন বন্দি নয়;
আজ ভালবাসা, উড়ে যায়।
বসে আছি যেন, প্রভাতে সিড়ি বেয়ে, তোমারই ঠিকানায়।
তাই তুমি এ মন, তুমি এ জীবন;
তাই তুমি এ মন, তুমি এ জীবন।
(লিরিক্স লিখতে গিয়া জান বাইর হইয়া গেছে।
এত্তো কঠিন!!!!!!!!!!!!!!!!!!!)
ডাউনলোড লিংক:::
ভিডিওসহ চাইলে: ♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫
শুধু অডিও: ♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।