আমাদের কথা খুঁজে নিন

   

Bikroy.com এ প্রতারকদের থেকে সাবধান হোন

সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার টিউন শুরু করছি। আশা করি সবাই ভাল আছেন।
আমরা সকলে প্রায় Bikroy.com নামটির সাথে পরিচিত। এখানে আপনি পুরাতন মোবাইল বা গাড়ি এরকম আরো অনেক কিছু কিনতে পারবেন। কিন্তু দু:খের বিষয় দাম অনেক সময় দেখেন যে নতুন এর কাছাকাছি, অথচ ১ বছর বা ২বছর ব্যবহার করেছে।

আবার এমন দাম আছে যা হাস্যকর। থাক এসব কথা আর না বলাই ভাল। তারপরও এখানে কিছু প্রতারক চক্র দেখা যায়। কয়েকদিন অাগে আমি একটি ফোন বিক্রির Add দেখলাম। দেখে বিশ্বাসই হচ্ছিল না।

Nolia Lumia 822 মাত্র 5500/- তাও আবার মাত্র ৩ মাস ব্যবহার করছে সাথে প্যাকেট, চাজ৴ার সব দেবে। আমি যদিও বত৴মানে একটা Samsung Galaxy Y ব্যবহার করছি ফোন নেবার কোন প্রয়োজন নাই তাও কল দিলাম কম দাম তো তাই। তারপর তার সাথে কথা হলো তিনি নাকি ফোনটা আমাকে কুরিয়ার করে পাঠাবেন। আমাকে নাকি তার খুব বিশ্বাস হয়েছে। ভাল, আবার বলে অনেকে নাকি ফোনটা নেবার জন্য কল করছে।

তাও ফোনটা আমাকেই দেবে বলল। আমিও নিতে চাইলাম। তাকে দেখা করার জন্য বললাম, সেবলল সে নাকি এখন ঢাকায় অাছে, অামাকে ফোনটা কুরিয়ার করে পাঠাবে আমি তুলে চালিয়ে দেখে নিব পছন্দ হলে নিব না হলে ফেরত পাঠাব। আমার বিষয়টা খটকা লাগল। তারপর যেটা বলল সেটা শুনে এযেএন মাথায় বাজ পড়ল।

সে বলল তাকে অাগে কিছু টাকা Advance পাঠাতে। আমি আর কিছুনা বলেই ফোনটা কেটে দিলাম। আসলে কাউকে গালাগালি করা অভ্যাস নাই তো তাই আরকি। অার কিছুদিন অাগে অামার এক ফ্রেন্ড একটা ফোন কিনে সেটার অাবার নেটোয়াক৴ অাইসি টা নষ্ট হয়ে যায় একদিন পরেই। তাই সাবধানতার সাথে ফোন কিনলে কিনতে পারেন নিজ এলাকায়।

তার অাগে Bikroy.com এর নীতিমালা দেখে নিন।
তাই সবাইকে সাবধান করার জন্যই আমার এই টিউন। প্রতারকচেক্রর হাতে পড়বেন না। যথাসম্ভব এটা থেকে দূরে থাকার চেষ্টা করুন।
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।


সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।