আমি রাজাকারদের ঘৃণা করি,ইতিহাস বিকৃ্তকারিদের আরো বেশী ঘৃণা করি,স্বৈরাচারতন্ত্র মানি না,তারচেয়ে বেশী ঘৃণা করি যারা ক্ষমতার লোভে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে অন্যের দালালি করে...... তবুও স্বপ্ন দেখি,আশা করি আমার বাংলাদেশ সত্যি সোনার বাংলা হয়ে উঠবে। তবে দিন
লাল পাহাড়ের দেশ.......... কাপ্তাই-রাঙ্গামাটি পর্ব শেষে পরেরদিন আমরা ছুটলাম বান্দরবানের উদ্দেশ্যে। তার আগে বলে নেয়া ভালো যে,আগেরদিন রাতেও আমরা শিওর ছিলাম না যে বান্দরবান যাবো কি যাবো না। সমস্যা ছিল হোটেল নিয়ে। ব্লগার সাদা মনের মানুষও ছিলেন বান্দরবান।
তার মাধ্যমে খবর পেলাম থাকার যায়গার খুব সঙ্কট। হোটেল খালি নাই। যাই হোক রাত দুইটার সময় এক বন্ধুর মাধ্যমে হোটেলের ব্যাপারে আশ্বস্ত হলাম।
সকালে(১০-৩০)এ ঘুম থেকে উঠার পর নাস্তা সেরে রাঙ্গামাটি শহরটা একটু ঘুরলাম।
ছবিটা কাপ্তাই লেকের
সাথে ছিলো চকচকে রোদ আর নীল আকাশ।
এরপর দুপুর ২-৩০এ উঠলাম বান্দরবানগামী গাড়ীতে। আবার সেই আকা-বাকা পাহাড়ী রাস্তা।
সাথে পাহাড়ের গায়ে রৌদ্র-ছায়ার খেলা।
সাথে ছিলো ফেরিতে নদী পার হওয়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।