আমাদের কথা খুঁজে নিন

   

@ নোটিশবোর্ড: তাদের নামের তালিকা প্রকাশ করুন!

যদি কখনও সুযোগ পাই, সাত বাজারের চুড়ি এনে দেব, যত্ন করো!

সামহোয়ারইন এ নতুন কিছু ফিচার যোগ হয়েছে যেগুলো কাঙক্ষিত ছিল। অনেকদিন ধরেই এই ফিচারগুলো ব্লগারদের মনের দাবী ছিল যার ফলশ্রুতিতে কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছেন। কিন্তু অতিরিক্ত হিসেবে তারা একটি নতু ফিচার যোগ করেছেন যেটা বেশীরভাগ ব্লগারের পছন্দ হচ্ছে না। সেটা হল ফিচার: চ) চ) এখন থেকে ব্লগার কর্তৃক ব্লককৃত ব্লগাররা সেই ব্লগে রেটিং সুবিধা পাবেন না। কোন রেজিস্টার্ড ব্লগার যদি কোন একটা লেখা পড়েন এবং সেটা তার ভাল না লাগে তাহলে তিনি সেটা মাইনাস দিতেই পারেন।

তিনি সেই ব্লগে ব্লকড হোন আর নাই হোন, লেখাটাতো পড়েছেন। কাজেই লেখাটা ভাল লাগল না লাগল না সেটা প্রকাশ করার অধিকার তার আছে। কোন নির্দিষ্ট ব্লগে ব্লকড কোন ব্লগার যদি ঐ ব্লগটিই পড়তে না পারতেন তাহলে এটা নিয়ে কোন প্রশ্ন ছিল না। কিন্তু ব্লকড হলেও তিনি তো পড়তে পারছেন। কাজেই কর্তৃপক্ষের কাছে এই চ) ধারা বাতিলের আহবান জানাই।

উল্লেখ্য আমি কোন বা কারও ব্লগে ব্লকড নই (ব্যাতিক্রম নুরে আলম! ), কাজেই +/- দিতে পারা বা না পারা নিয়ে আমার মাথা ব্যাথা নাই, কিন্তু আমার পরিচিত অনেক ব্লকড ব্লগারই আছেন যারা কোন ব্লগ পড়ার পর আর তাদের ভাল লাগা বা মন্দ লাগাটা শেয়ার করতে পারবেননা। আর যদি তাঁরা বাতিল না করেন তাহলে একবার আমাদের জানতে দিন কে বা কাদের পরামর্শে (ব্লগার) এই ধারাটা বা ফিচারটা যোগ করেছেন, তাদের নামটা প্রকাশ করুন! নাম প্রকাশের পর বাকি কাজ আমাদের ম্যাঙ্গো ব্লগারদের!!!!! শুভ ব্লগিং!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।