এইসব পাণশালা,আমলা-ঘর,লুব্ধ সিংহাসন
রাজনীতির জাদুবাস্তবতা,যুযুধান,অনামী কৌতুক
কারিশমা ও প্রতিভার আঁচে ঝলসে যাওয়া কাতুকুতু দিন
ভাগাভাগি-আঁধারের বিলিয়ার্ড খেলা
বাণিজ্য শপথে মগ্ন আত্মঘাতি বাণিজ্যের দাস
তন্দ্রাচ্ছন্ন,স্বপ্নে-ভেজা ঘাস,অস্তগামী সম্মোহিত কাল
প্রক্রিয়া ও কৌশল
আগত জন্মের ঘ্রাণ,রক্তলাগা তীব্র সোঁদা মাটি
লন্ডভন্ড জাগরণ,লন্ডভন্ড ঘুম
আঁকড়ে থাকা মাকড়শার মতো জীজীবিষা,ক্ষয়িষ্ণু যৌবন
সুবচন,বাকওয়াস,জ্ঞানলব্ধ ধ্বনি
রাজনীতি,কূটনীতি জেল্লা ও চাহনী
হিপোক্রেসি আর তন্দ্রাচ্ছন্ন প্রতিশ্রুতিগুলো
গড়িয়ে যাওয়া অনন্তকাল
খেয়োখেয়ি আগ্রাসন-চেপে বসা সিন্দাবাদ-বুড়ো
হিংস্র ও লুটেরা দিন-শুঁড়িপথ,তমসার রাত
ঘামের গন্ধের মতো তীব্র ও ঝাঁঝালো
যদি এই সব কিছু রাতারাতি উল্টে দেওয়া যেত!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।